অবস্থান মঞ্চে অগ্নিমিত্রা পাল, ‘গো ব্যাক’ স্লোগান জুনিয়র ডাক্তারদের
Agnimitra Pal on stage, 'Go Back' slogan of junior doctors

Truth Of Bengal, Barsa Sahoo : পেরিয়েছে গোটা একটা রাত। এখনো নিজেদের দাবিতে অবস্থান-বিক্ষোভে অনড় জুনিয়র চিকিৎসকরা। এই চিকিৎসকদের পাশে এখন গোটা দেশ। এদিকে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। এমতাবস্থায় জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে অগ্নিমিত্রা পাল ঢুকলে তাকে ঘিরে আন্দোলনকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট জানিয়েছিল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে আন্দোলনকারী চিকিৎসকদের। কিন্তু তার সত্বেও চিকিৎসকেরা ছিলেন অনড়। তাঁদের ছ’দফা দাবি না মিটলে কাজে যোগ দেবেন না। এই দাবিতে তাঁরা মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযান করেন। এই আবহে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সরকারের পক্ষে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে একটি মেল পাঠানো হয়। মেলে বলা হয়, নবান্নে এসে সরকারের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধি দল এসে দেখা করতে পারে।মেলে ‘এখন’ শব্দটিও লেখা ছিল।
রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সরকারের তরফে ওই মেলটি পাঠিয়েছিলেন। প্রতিনিধি দলে কারা থাকবেন তা-ও জানাতে বলা হয়। নবান্ন সূত্রে খবর, মেল পাঠানোর পর প্রায় ৮০ মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। অবশেষে কেউ না এলে তিনি সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাড়ি ফিরে যান। এদিকে জুনিয়র ডাক্তারদের দাবি, ওই মেলের ভাষা ‘অপমানজনক’। তাই তাঁরা নবান্নে যাননি। তাঁরা স্বাস্থ্য ভবনের সামনেই রাতভর অবস্থান বিক্ষোভে বসেন। এমতাবস্থায় প্রতিবাদের জল কোন দিকে গড়ায় সেই দিকেই নজর সকলের।