রাজ্যের খবর

দীর্ঘ ৯ বছর পর ফিরে পেলেন নিজের বাড়ি! জয় হলো আইনের

The Truth Of Bengal, দেবাশীষ গুছাইত, হাওড়া: দক্ষিণ কামরাঙ্গ এলাকায় ২০০০ সালে বাড়ি ভাড়া নিয়ে ছিলেন সুশীল কুমার চ্যাটার্জী তারপর দিনে দিনে ওই বাড়ি টি বেসরকারি স্কুল গড়ে তোলেন এর পর বাড়ির মালিক পলাশ কুমার ২০১৪ সালে বাড়িটি ছেড়ে দেবার জন্য বলেন কিন্তু এই বাড়ি টি ছাড়ারবেন না বলে জানান ভাড়াটিয়া সুশীল বাবু এই নিয়ে দুই পক্ষের মধ্যে স্নায়ু যুদ্ধ চলছিল।

বাড়ির মালিক কে চাপে রাখার জন্য মিথ্যা কেস করেন বলেন জানান বাড়ির মালিক । কোথাও কোনো রাস্তা না পেয়ে অবশেষে উচ্ছেদের মামলা করেন পলাশ বাবু জেলা কোর্ট থেকে উচ্চ আদালত থেকে সুপ্রিম কোর্টে পর্যন্ত গোড়ায় সেখানে জয় হয় বাড়ির মালিকের । সুপ্রিম কোটের রায়ের পরেও বাড়ি ছাড়েননি শেষে কোর্ট অবমাননা করার মামলা করায় আজ বুধ বার বিকাল ৫ টার দিকে সাঁকরাইল থানার পুলিশ এসে আইন মোতাবেক কাজ করলেন ভাড়াটিয়া সুশীল কুমার চ্যাটার্জী র জিনিস বার করেন এবং পলাশ কুমার বাড়ির মালিকে তার বাড়ির চাবি তুলে দেন।

এতে খুশি বাড়ির মালিক পলাশ কুমার তিনি জানান আইনের জয় হয়েছে দীর্ঘ ৯ বছর লড়াই করার পর নিজের বাড়ি ফিরে পেলাম। প্রতিবেশী ভবতোষ বিশ্বাস জানান এই রকম ঘটলে লোকে ঘর ভাড়াই দিতে চাইবে না যারা ভাড়া দিয়ে খান তারা তো অসুবিধার মুখে পড়ে যাবেন মিথ্যা মামলা করছে । তবে এই বিষয়ে কথা ভাড়াটিয়া সুশীল বাবুর সাথে কথা বলতে গেলে কোনো মন্তব্য করতে চাননি ।

Related Articles