পরপর দুটি ফ্ল্যাটে দুঃসাহসিক চুরি ঝাড়গ্রামে, লুঠ নগদ টাকা সহ সোনার গয়না
Adventure burglaries in two consecutive flats in Jhargram, loot cash and gold jewellery

The Truth Of Bengal : ঝাড়গ্রাম : দেবব্রত বাগ : দুঃসাহসিক চুরি ঝাড়গ্রাম শহরে। একি রাতে পরপর দুটি ফ্ল্যাট এর দরজা ভেঙে সমস্ত কিছু নিয়ে গেছে চোর। ঘটনায় আবাসন জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় ইলোরা ও চিত্রা নামে দুটি ফ্ল্যাটে বুধবার গভীর রাতে দুঃসাহসিক চুরি হয়। আলমারি ভেঙে চোরেরা নগদ টাকা ও সোনা গয়না সমস্ত কিছু লুঠ করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে ইলোরা এবং চিত্রা নামে পাঁচ তলা ফ্লাটের মধ্যে দুটি ফ্ল্যাট ই খালি ছিলো। চুরি যাওয়া ফ্ল্যাটের মালিক দের ঐ আবাসনেই অন্য ফ্ল্যাট আছে। সারাদিন এই ফ্ল্যাটে থাকলেও রাতে ঐ ফ্ল্যাট গুলি ফাঁকা থাকতো। ফলে চোরেরা এই ফ্ল্যাট গুলোকে টার্গেট করে বলে অনুমান পুলিশের। এদিকে শহরের মাঝে মাঝেই এরকম দুঃসাহসিক চুরির ফলে যথেষ্ট উদ্বিগ্ন ওই এলাকার বাকি ফ্ল্যাট ও ঝাড়গ্রাম বাসিরা। শহরে চুরির ঘটনা ইদানিং বেড়ে গেছে কয়েকদিন আগেই শহরের দুটি স্কুলে একই রকম ভাবে চুরি ঘটনা ঘটেছিল। সেই চুরির এখনো কোনো কিনারা করতে পারিনি পুলিশ তার মধ্যে শহরে নতুন করে আবার চুরি।