রাজ্যের খবর

‘দানা’-র মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, স্কুল ছুটির ঘোষণা, খুলল কন্ট্রোলরুম

Administration ready to deal with 'Dana', announces school holidays, opens control room

Truth Of Bengal, Barsa Sahoo : দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। উপকূলবর্তী এলাকায় বন্ধ থাকবে ফেরি চলাচল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। রাজ্য ও জেলা স্তরে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ৯ জেলার সমস্ত স্কুলে ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর। SDRF, NDRF প্রস্তুত রাখা হয়েছে। ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের ৯ জেলার সমস্ত স্কুল ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম। কাল থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজ্য ও জেলা স্তরে কন্ট্রোল রুম গঠন করা হয়েছে।

হাওয়া অফিস রিপোর্টে জানা যায় দক্ষিণ আন্দামান সাগরের একটি ঘূর্ণবাত রবিবার সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণবাত মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। কালীপুজোর আগে দানার ঝাপটা পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

তেমনি দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন এলাকা বেশিরভাগ নদীর তীরবর্তী এলাকায় সেখানে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং ঝড়খালি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা দিতে মাইকিং এলার্ট। পাথরপ্রতিমা বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের আটোসাটা নিরাপত্তা মধ্যে সাধারণ মানুষের সতর্কবার্তা দিচ্ছেন। সমস্ত জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী।

নজরদারি করা হবে উপকূলবর্তী এলাকায় বাঁধ গুলিতে। পাশাপাশি মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে আর না যায় সেজন্য চলছে মাইকিং, এবং মাঝ সমুদ্রে রয়েছে যে সমস্ত টলারগুলো রয়েছে তাদের দ্রুত ফিরে আসা নির্দেশ পাঠানো হয়েছে। অপরদিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন বকখালি গতকালের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞ জারি করা হবে কিনা তা জানানো হবে। সমস্ত দিক থেকে ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক মহল।

Related Articles