রাজ্যের খবর

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন গেট ভেঙে বিপত্তি, আহত ২

Accident occurs when private educational institution's advertisement gate breaks, 2 injured

Truth Of Bengal: সাত সকালে আচমকাই ভেঙে গেল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া গেট। আহত এক মোটরসাইকেল চালক ও তার সহযাত্রী। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যার জেরে যান চলাচল দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচলের ৩১ নম্বর জাতীয় সড়কের পোস্ট অফিস মোড়। কিভাবে এই ব্যস্ততম এলাকায় অস্থায়ী দুর্বল বিজ্ঞাপন গেটের পারমিশন দেয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রামের কয়েকজন ব্যক্তি বাইকে এদিন চাচোল এর পাহাড়পুর যাচ্ছিল। হঠাৎ পোস্ট অফিস মোড়ে এক বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন গেট ভেঙে পড়ে তাদের ওপর। ঘটনায় জখম হয়েছে দুজন এবং একটি মোটর বাইক ভেঙে যায়। জখম দুই ব্যক্তি দের চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান আহত দুই ব্যক্তির গ্রামের বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দারা। যদিও গোটা ঘটনা তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।

Related Articles