ঘুমের ঘোরে দুর্ঘটনা! উত্তর দিনাজপুরে গাছে ধাক্কা মেরে উল্টে গেল ট্রাক
Accident in a doze! A truck overturned after hitting a tree in Uttar Dinajpur

Truth of Bengal: উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত সোনাপুরের তিন মাইল রোড এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। শিলিগুড়ির সুপার মার্কেটে আম নিয়ে যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং গাছে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকচালক সুরজিৎ ঘোষের, যাঁর বয়স ছিল মাত্র ৩০ বছর। জানা গিয়েছে, তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজে।
ট্রাকটি কৃষ্ণনগর থেকে আম বোঝাই করে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ট্রাকের খালাসী জানান, দুর্ঘটনার প্রায় দশ মিনিট আগে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সম্ভবত চালকের চোখে ঘুম চলে আসায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি গাছে, এবং সেই ধাক্কার ফলে ট্রাকটি উল্টে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। তাঁরা চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি ঘুমের কারণে চালকের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা বলেই মনে করা হচ্ছে, তবে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দেয়, দীর্ঘ পথ চলার সময় গাড়িচালকদের বিশ্রামের গুরুত্ব কতখানি। চালকের সামান্য অসতর্কতা মুহূর্তের মধ্যে প্রাণঘাতী হতে পারে।