রাজ্যের খবর

বীরভূমের তিনটি এলাকা থেকে উদ্ধার প্রায় ১৬৫ টি তাজা বোমা, আতঙ্কিত এলাকাবাসী

About 165 fresh bombs were recovered from three areas of Birbhum, panicking residents

The Truth Of Bengal: বীরভূম জেলায় বোমা উদ্ধার। ইলামবাজার, কীর্ণাহার ও নানুর পৃথক পৃথক তিনটি থানা এলাকা থেকে উদ্ধার প্রায় ১৬৫ টি তাজা বোমা। ঘটনায় অত্যন্ত আতঙ্কিত এলাকাবাসীরা।

সূত্রের খবর, মঙ্গলবার বীরভূম জেলার ইলামবাজার থানা এলাকার নাচনসা গ্রামের নদীর ধার থেকে দুটি ব্যাগে উদ্ধার হয় প্রায় ৪০ টি তাজা বোমা। এরপর কীর্ণাহার থানা এলাকার সরডাঙা গ্রামে মাঠের ধারে দুটি জারে প্রায় ৪৫ টি তাজা বোমা উদ্ধার হয়। শুধু তাই নয়, নানুর থানা এলাকার তাকোড়া গ্রাম ও বাসাপাড়ায় এলাকা ৪ টি জারে প্রায় ৮০ টি তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ।

বোলপুর মহকুমায় এই তিনটি থানা এলাকায় একদিনে এত পরিমানে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । ইতিমধ্যেই তিনটি থানার তরফে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

FREE ACCESS

Related Articles