Abhishek Banerjee: বজবজ বিধানসভা কেন্দ্রের সেবাশ্রয় ২ স্বাস্থ্য শিবির ক্যাম্পের পরিদর্শন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব সময় বলেন, মানুষের উন্নয়নের জন্য এবং আমজনতাকে ভালো রাখতে তিনি তাঁর সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাবেন।
Truth of Bengal: সামনেই বিধানসভা ভোট। তার আগে এ বার নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয় ২’ শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের ‘সেবাশ্রয়’ কর্মসূচি বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সাড়া ফেলেছেন। বিরোধী রাজ্যগুলো অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নকল করতে চাইছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব সময় বলেন, মানুষের উন্নয়নের জন্য এবং আমজনতাকে ভালো রাখতে তিনি তাঁর সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাবেন। সেটা যে শুধু কথার কথা নয় বারবার তা নিজের কাজে তিনি প্রমাণ করেছেন।এবারের সেবাশ্রয়ে ইতিমধ্যেই ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
In Budge Budge, people came out onto the streets, cheering and warmly welcoming their beloved leader.
With an unwavering resolve to expand access to dignified, high-quality healthcare, Shri @Abhishekaitc personally visited the #Sebaashray2 camp to inspect the arrangements and… pic.twitter.com/2oyawNdsKG
— All India Trinamool Congress (@AITCofficial) December 20, 2025
শুক্রবার পর্যন্ত বজবজের ক্যাম্পে ৮৬৬৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীদের কেউ নিরাশ হয়ে ফিরছেন না। ৪৪৭৫ জন বিনামূল্যে ওষুধ পেয়েছেন। শিশু-মহিলা-বয়স্কদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এবারও সেবাশ্রয় কর্মসূচি মানুষের মন জয় করে নিয়েছে। উল্লেখ্য, এই মডেল অনুসরণ করে নৈহাটি এলাকাতেও শুরু হচ্ছে সেবাশ্রয় কর্মসূচি। সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার জুড়ে সেবাশ্রয়-২ ক্যাম্প । প্রথম ক্যাম্পের অভাবনীয় সাফল্যের পর এবারেও সেবাশ্রয় শিবিরগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। অভিষেকের পরিকল্পনা ও কর্মসূচি প্রশংসায় পঞ্চমুখ রোগী থেকে শুরু করে তাঁদের পরিবারের লোকেরাও।
শনিবার কুড়ি-তম দিনে পদার্পণ করল সেবাশ্রয়-২। এদিন বজবজের মডেল ক্যাম্পে উপস্থিত হবেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানকার চিকিৎসা পরিষেবা কেমন চলছে তা স্বচক্ষে ঘুরে দেখলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয়ে স্বাস্থ্য শিবিরে আশা রোগীদের সঙ্গেও কথা বলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি যে সকল মানুষজন এসেছে তাদের চিকিৎসার অগ্রগতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।






