কোচিং-এ যাওয়ার পথে জেসিবির ধাক্কা! মৃত ছাত্র, বাঁশদ্রোণীতে রাস্তা আটকে বিক্ষোভ স্থানীয়দের
A school student death by stuck with JCB

Truth Of Bengal : টিউশন পড়তে যাওয়ার পথে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীতে। পথে জেসিবির ধাক্কায় মৃত্যু হয় ওই ছাত্রের। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্তমানে পথ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়েরা।
জানা যায়, কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে রাস্তা সাইয়ের কাজ চলছিল। সেই কাজের জন্য একটি জেসিবি ওই রাস্তায় এসেছিল। বুধবার সকালে নবম শ্রেণির এক ছাত্র কোচিং সেন্টারে যাচ্ছিল। এরপর মাটি কাটার সময় ওই জেসিবিটি হঠাৎ ওই ছাত্রকে ধাক্কা মারে। তখনই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ছাত্র। এরপর গাড়িতে পিষ্ট হয়ে যায় সে। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই এলাকায় শোরগোল পড়ে যায়। ঘাতক জেসিবিতে ভাঙচুর চালান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। তারা পৌঁছতেই উত্তেজনা আরও বেড়ে যায়। স্থানীয়েরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে ঘটনাটি কীভাবে ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।