রাজ্যের খবর
Trending

তীব্র গরমে পুকুরে নেমে ভাত খেতে বাধ্য হলেনএক ব্যক্তি ! ভিডিয়ো ভাইরাল হতেই লক্ষ্মীলাভ

A person was forced to eat rice in the pond in intense heat! Lakshmilav after the video went viral

The Truth Of Bengal:  প্রচণ্ড গরমে আপনারা কী করবেন বলুন তো ? প্রথমেই আপনারা পাখা  বা এসির  তলায় বসার চেষ্টা করবেন। আর যাঁদের বাড়িতে পাখা বা এসি নেই তাঁরা খোলা গাছের ছায়ায় বসে স্বস্তি  পেতে চাইবেন। এটাই তো স্বাভাবিক।কিন্তু যখন দক্ষিণবঙ্গ তীব্র গরমে তেতেপুড়ে ওঠে,মানুষ যখন ত্রাহি ত্রাহি রব তোলে তখন অন্যরকম ভাবনা নেন অশোকনগরের এক ব্যক্তি।

কিছুতেই সেসময় বৃষ্টি না নামায়  গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে রেহাই পেতে তিনি সোজা পুকুরে নেমে যান। শুধু পুকুরে নেমে গা ঠাণ্ডা করেননি। খিদের মাঝে পেটের জ্বালা জুড়োতে সেই পুকুরে দাঁড়িয়ে কীভাবে ভাত খান দেখুন।কয়েকদিন আগের  সেই মজার দৃশ্য সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়।ভিডিয়োয় দেখা যায়, শিবু ঘোষ নামে ওই ব্যক্তি পুকুরে নেমে স্নান করছেন,হাতে রয়েছে ভাতের থালা। মজার ছলে খেয়েই চলেছেন ভাত।আসলে তিনি একঢিলে দুই পাখি মেরেছেন বলে নেটনাগরিকদের একাংশ বলছেন।একদিকে তিনি শরীর ঠাণ্ডা করেন,আর অন্যদিকে পেটের খিদে মেটান।অদ্ভুত সেই দৃশ্য কার্যত নেট দুনিয়ার বাসিন্দাদের মজার খোরাক জোগায়। তাই দ্রুত তা ভাইরালও হয়ে যায়। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই ঘোষ পরিবারের  লক্ষ্নীলাভ হয়।

অশোকনগর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে বেল্লাস গার্ডেন।সেই বেল্লাস গার্ডেনে রয়েছে অতিথিদের থাকার আলাদা ব্যবস্থা।যেখানে রাত গড়িয়ে গেলেও অতিথিরা থাকতে পারবেন।তাই স্থানীয় মানুষ সেখানে যাচ্ছেন প্রকৃতির খোলা পরিবেশ উপভোগ করার জন্য। এটি আসলে আদর্শ জায়গা,পর্যটকদের থাকা,ঘোরার জন্য। ভিডিয়ো দেখে এই জায়গায় বেড়াতে যাওয়ার জন্য সাধারণ মানুষের উত্সাহ কয়েক গুণ বেড়ে গেছে।তাই   শিবু ঘোষের এই ভাবনা আসলে তাঁকে যেমন স্বস্তি দিয়েছে তেমনই পরিবারকেও বিপুল অর্থ লাভের সুযোগ করে দিয়েছে বলা যায়।  আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয় বর্ষা আসবে কয়েকদিন বাদেই।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮৪ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।আর শুক্রবার সেই তাপমাত্রা ৩৬.৮৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।