রাজ্যের খবর

ভরতপুরে থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে সোনার দোকানে দুঃসাহসিক চুরি

Theft

The Truth of Bengal: মুর্শিদাবাদ জেলার ভরতপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ভরতপুর থানা থেকে ঢিল ছড়া দূরত্বে। প্রায় ৬০লক্ষ টাকার সোনার গয়না চুরি যায়। শুক্রবার সকালে এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

দোকান মালিক জানান, শার্টার তোলা অবস্থায় পড়ে আছে দোকান। প্রায় ৬০ লক্ষ টাকার সোনার গয়না মজুত ছিল দোকানে। সাবিনা ইয়াসমিন ও তার  ছেলে দুজনমিলে এই সোনার দোকানই  ছিলো তাদের একমাত্র সম্পদ,  বলেই জানিয়েছেন তারা। ভরতপুর থানা সংলগ্ন এলাকায়।

রাতের অন্ধকারে দুস্কৃতীরা এসে শার্টার ভেঙে এই সোনার গয়না চুরি করে বলে অভিযোগ। ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়েছেন সোনার দোকান মালিক। ইতি মধ্যেই ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে।

Related Articles