রাজ্যের খবর

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর, রেললাইন পারাপার করতে গিয়ে ঘটে দুর্ঘটনা

A bike rider died after being hit by a train, the accident happened while crossing the railway line

Truth Of Bengal: নদিয়া,মাধব দেবনাথ: আবারো ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর, মোটর সাইকেল নিয়ে রেললাইন পারাপার করতে গিয়ে ঘটে বিপত্তি। ঘটনার পর থেকেই আতঙ্কে গোটা এলাকার মানুষ। জানা যায় মৃত ব্যক্তির নাম সোমনাথ দে সরকার, স্ত্রী সোমা দে সরকার।

সোমনাথ দে পেশায় একজন দিনমজুর। শুক্রবার দুটো ৩০ নাগাদ শান্তিপুর ডাউন লোকাল যখন শান্তিপুর বাঁধনা ব্রিজ সংলগ্ন রেললাইনে ঢুকে পড়ে তখনই রেললাইন পারাপার করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় প্রায় এক কিলোমিটার বাইক ছিটকে গিয়ে পড়ে, আর ঘটনাস্থলেই ক্ষতবিক্ষত হয়ে হয়ে যায় সোমনাথ সরকার।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে জিআরপি পুলিশ, এ ছাড়াও শান্তিপুর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের দাবি রেললাইনের পাশেই রয়েছে একটি গ্রাম। যেখানে প্রায় শতাধিক পরিবারের বসবাস, কিন্তু রেললাইন পারাপার করেই তাদের চলাচল করতে হয়। নেই কোন সুব্যবস্থা, রেলের তরফে যদি একটি রেল গেটের ব্যবস্থা করা হয় তাহলে এই বিপদ থেকে অনেকেই রেহাই পাবেন, না হলে আগামীদিনে আরো বড়সড় দুর্ঘটনা ঘটবে।

যদিও এর আগেও একাধিকবার এই স্থানে ঘটেছে দুর্ঘটনা। স্বভাবতই নতুন করে আবারো এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। স্ত্রী সোমা দে সরকারের দাবি, তার স্বামী দিনমজুরে, যা রোজগার করেন তাই দিয়ে সংসার চালান। পাঁচ বছরের একটি কন্যা সন্তান নিয়ে সংসার, এখন স্বামীর অকাল মৃত্যুতে কিভাবে সংসার চালাবেন বুঝে উঠতে পারছে না তিনি। যদিও মর্মান্তিক এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী সোমা সরকার, অন্যদিকে মৃতদেহের উদ্ধার কাজে হাত লাগিয়েছে রেল পুলিশ।

Related Articles