রাজ্যের খবর

বাসযাত্রীর ব্যাগ থেকে ছিনতাই ৫০ হাজার টাকা, গ্রেফতার ২

50 thousand taka stolen from bus passenger's bag, arrest 2

The Truth Of Bengal: বাসযাত্রীর ব্যাগ থেকে ছিনতাই ৫০ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া মোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর, বাঁকুড়া মোড় থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি বাস। ওই বাসে করেই এক ব্যক্তি মিল থেকে ধান বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাসটি খালের পুলের কাছে আসতেই ওই ব্যক্তি লক্ষ্য করেন তার ব্যাগে থাকা ৫০ হাজার টাকা হঠাৎ করেই গায়েব। বাসেরই দুই মহিলা যাত্রীকে সন্দেহ হওয়ায়, তাদের সঙ্গে সঙ্গেই খালের পুল এলাকাতেই ওই ব্যক্তি বাস থেকে নেমে যান। বাস থেকে নেমেই ধরা পড়ার ভয়ে ৫০ হাজার টাকা নিয়ে গলি পথের মধ্যে দিয়ে ছুটতে শুরু করেন সন্দেহভাজন ওই দুই মহিলা। টাকার ছিনতাই হয়ে যাওয়া বাস যাত্রী বাস থেকে নেমে আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। তারপর সকলে মিলে ওই দুই মহিলাকে ধরার চেষ্টা করেন। স্থানীয় একটি ব্যাংকের কাছে ওই দুই মহিলাকে ধরে ফেলেন তারা। তবে মহিলা ছিনতাইকারী বলে তাঁদের গায়ে হাত দেওয়ার কেউ সাহস করেননি। তাই পথ চলতি আরো দুই মহিলাকে ডেকে তাদের কাছে তল্লাশি চালানো হয়। তখনই ওই দুই মহিলার থেকে 50000 টাকা উদ্ধার হয় বলে জানা যায়। অবশেষে যার টাকা তাকেই ফিরিয়ে দেওয়া হয়।

এরপর খবর দেওয়া হয় রায়না থানার পুলিশকে। পুলিশ এসে ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। ছিনতাইকারীদের কবলে পড়া ওই ব্যক্তির বাড়ির তালিত এলাকায় বলে জানা গিয়েছে। ছিনতাইকারী মহিলাদের বাড়ি বর্ধমান। এমনটাই জানিয়েছেন জনৈক প্রত্যক্ষদর্শী গুল মোহাম্মদ খান।

FREE ACCESS

Related Articles