৪৮ কেজি নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করল বোম স্কোয়ার্ড
48 kg prohibited bet deactivated bomb squared

The Truth Of Bengal: একাধিক দপ্তরের আধিকারিকদের নিয়ে কেজি কেজি নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করল বোম স্কোয়ার্ডের আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানা সংলগ্ন এলাকায়।
সূত্রের খবর, প্রায় ৪৮ কেজি নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করল বোম স্কোয়ার্ড। উল্লেখ্য গত কয়েক মাস ধরেই নদিয়ার শান্তিপুর থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র গুলি তাজা বোমা সহ কেজি কেজি মাদক, পাশাপাশি বিভিন্ন বাজার থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ আতসবাজি। সোমবার ওই বাজিগুলি নিষ্ক্রিয় করার জন্য শান্তিপুর থানায় এসে পৌঁছান সিআইডি bom squad টিমটিম।
এরপর ভাগীরথী নদীর তীরবর্তী ফাঁকা জায়গায় স্বাস্থ্য দপ্তর, দমকল দপ্তর ও পুলিশকে সাথে নিয়ে নিষিদ্ধ বাজি গুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়ার্ড এর আধিকারিকরা। সূত্রের খবর আগামী আরো দুয়েক দিন আরো উদ্ধার করা নিষিদ্ধ বাজি নিষ্ক্রিয় করা হবে।
FREE ACCESS