২৬ হাজার চাকরি বাতিল! এর জেরে বিপাকে নদিয়ার এক বিদ্যালয়
26,000 jobs cancelled! A school in Nadia is in trouble due to this

Truth of Bengal: গোটা রাজ্য জুড়ে প্রায় ২৬ হাজার চাকরি চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে চাকরি বাতিল হাওয়া শিক্ষক শিক্ষিকারা। বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়াতেও এই তালিকার একাধিক শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে। ঠিক তেমনি নদীয়ার শান্তিপুরের শরৎকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুজন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে।
এমতাবস্থায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীনা বিশ্বাসের দাবি, প্রায় দুই হাজার ছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে। বরাবরই শিক্ষিকার সংখ্যা কম থাকায় যে দুজনের চাকরি চলে গেল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। এখন স্কুল কীভাবে চলবে সেটা নিয়েই যথেষ্টই অনিশ্চিততার মধ্যে রয়েছেন তিনি।
চাকরি চলে যাওয়া শিক্ষিকাদের মধ্যে একজন ছিলেন ইংরেজি শিক্ষিকা। অন্য একজন ফিজিক্যাল সাইন্সের। এদের দুজনেই দুটি করে ক্লাস করাতো ছাত্রীদের। বর্তমান পরিস্থিতিতে কী করে স্কুলের প্রথম পঠন পাঠন চলবে সেই নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন প্রধান শিক্ষিকা।
অন্যদিকে ওই বিদ্যালয়ে বর্তমানে বিএড নিয়ে পড়াশোনা করছে শান্তিপুরের সাথী চ্যাটার্জী নামে এক বধূ। তার স্বামী শিলিগুড়ির একটি স্কুলে শিক্ষকতা করতেন। এখন ওই শিক্ষকের চাকরি চলে যাওয়ায় শান্তিপুরের বাসিন্দা শশুর শিবু চ্যাটার্জি প্রকাশ্যে রাস্তায় ভেঙে পড়লেন কান্নায়। তার দাবি তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান। কিন্তু কোন জাতের বিচার না করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন ছেলে স্কুলের শিক্ষক বলে। এমত পরিস্থিতিতে জামাইয়ের চাকরি বাতিল হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে শিবু চ্যাটার্জী নামে ওই ব্যক্তি।