রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আলিপুরদুয়ারের ২৬ জন পেলেন জমির পাট্টা

26 people from Alipurduar receive land titles after Chief Minister's announcement

Truth Of Bengal: আলিপুরদুয়ার পৌরসভার অন্তগত তিনটি ওয়ার্ডের ২৬ জন বাসিন্দাকে দেওয়া হল নিঃশর্ত পাট্টা। চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী যখন আলিপুরদুয়ার সফরে এসেছিলেন তখন এদের জমির পাট্টা প্রদানের কথা ছিল। কিন্তু কোন কারণবশত এরা যেতে পারেননি তাই শুক্রবার ২৬ জন বাসিন্দাকে ডেকে পাট্টা দেওয়া হল।

এদিন পৌরসভায় ২৬ জনের হাতে পাট্টা তুলে দেন পৌরসভার চেয়ারম্যান প্রশেনজিৎ কর। পাট্টা পেয়ে খুশি বাসিন্দারা। সরকারি খাস জমির পাট্টা দেওয়া হয়, তাও আবার নিঃশর্ত।

এবিষয়ে চেয়ারম্যান প্রশেনজিৎ কর জানান, জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী যখন আলিপুরদুয়ার সফরে এসেছিলেন তখন এদের পাট্টা প্রদানের কথা ছিল কিন্ত কোনো কারণ বশত যেতে পারেননি তাই এদিন দেওয়া হল পাট্টা দেওয়া হল।

Related Articles