রাজ্যের খবর

অনাথ আশ্রম থেকে নিখোঁজ ২ বালক, স্কুল থেকে ফেরার পথে খোঁজ নেই

2 boys missing

The Truth of Bengal: কয়েকদিনের মধ্যে আবারও একই ঘটনা। সিঙ্গুরের অনাথ আশ্রম থেকে আবারও নিখোঁজ দুই অনাথ বালক। সিঙ্গুর গোপালনগর নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি চাইল্ড হোম ফর বয়েজ নামে একটি অনাথ আশ্রমে এই ঘটনা ঘটেছে। শুক্রবার ওই দুই ছাত্র গোপালনগর উচ্চবিদ্যালয় থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছে। স্কুলের তরফ থেকে সিঙ্গুর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে।

খোঁজ চলছে ওই দুই ছাত্রের। নিখোঁজ ওই দুই ছাত্রের নাম রাকেশ দাস এবং রাকেশ মণ্ডল। একজন সপ্তম শ্রেণি এবং একজন নবম শ্রেণিতে পড়ে। এই বিষয় সিঙ্গুর গোপালনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র কামলে জানান, ঘটনাটি তার নজরে আসার পরেই সিঙ্গুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, কিছুদিন আগে এই স্কুল থেকেই ফেরার পথে এই অনাথ আশ্রমের আবাসিক এক বাংলাদেশি ছাত্র নিখোঁজ হয়েছিল। পরপর নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সিঙ্গুর গোপালনগরের এলাকায়। ওই দুই ছাত্র নিজেরাই কোথাও চলে গিয়ে আত্মগোপন করেছে, না তাদের অপহরণ করা হয়েছে–  কী আছে এই ঘটনার পেছনে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বারবার কেন এই ঘটনা ঘটছে? তা হলে কী ওই অনাথ আশ্রমের কোনও গাফিলতি আছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related Articles