সাঁতরাগাছিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪
100 kg of ganja recovered in Santragachi, arrest 4

Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : পুজোর মুখে হাওড়া সিটি পুলিশ উদ্ধার করল বিপুল পরিমাণ গাঁজা। সোমবার ভোর চারটে নাগাদ ডাউন চেন্নাই মেল সাঁতরাগাছি স্টেশনে দাঁড়ায়। ওই ট্রেনে চারজন উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে আসছিল। স্টেশন থেকে নেমে যখন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে যাচ্ছিল সেই সময় তাদের থেকে উদ্ধার করল ১০০ কেজি গাঁজা। পুলিশের হাতে গ্রেফতার চারজন।
সূত্রের খবর, উড়িষ্যা থেকে চার যুবক ট্রেনে করে সাঁতরাগাছি স্টেশনে আসে। তারপর তারা সাঁতরাগাছি স্টেশনে নেমে পায়ে হেঁটে বাস ধরার উদ্দেশ্যে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ওই চারজন যুবককে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় প্রায় ১০০ কিলো গাঁজা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ওই চার যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা এই গাঁজা এনে শহরের বিভিন্ন গোপন ডেরায় সরবরাহ করার পরিকল্পনা করেছিল। পুলিশের পক্ষ থেকে ওই চার যুবককে আজ হাওড়া আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে। পুলিশ জানিয়েছে এর পেছনে আর কারা বড় মাথা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।