রানাঘাটে জুয়া ও মদের ঠেকে হানা দিয়ে পুলিশের জালে গ্রেফতার ১০
10 arrested in Ranaghat after raiding gambling and liquor

The Truth Of Bengal: আবার বড়োসড়ো সাফল্য রানাঘাট জেলার পুলিশের। জুয়ার ঠেক ও মদের ঠেকে হানা দিয়ে পুলিশের জালে গ্রেফতার ১০ জন। অভিযুক্তদের রবিবার তোলা হয় আদালতে । ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার রানাঘাটে। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলশের জয়জয়কার এবার নাদিয়াতে। গোপন সূত্রে খবর পেয়ে, নদীয়ার কল্যানী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কল্যাণীর বুদ্ধ পার্ক এবং চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে, ১০ জনকে গ্রেফতার করেছে এবং নগদ ৭৫০০ টাকা উদ্ধার করে।
জানা যায়, নদীয়া জেলা থেকে দুষ্কৃতি দমনে এবং বেআইনি কার্যকলাপ বন্ধে সক্রিয় টিম হল পুলিশ সুপার কুমার সানি রাজের টিম। এবার জুয়ো সাট্টার ঠেকে ও মদের ঠেকে হানা দিয়ে ১০ জন ব্যক্তিকে গ্রেফতার করলো কল্যাণী থানার পুলিশ।ওই ধৃত দশ জন ব্যক্তিকে রবিবার আদালতে পাঠায় কল্যাণী থানার পুলিশ। গোটা ঘটনায় পুলিশের ওপরে আস্থা আরও শক্ত হচ্ছে সাধারণ মানুষের।
FREE ACCESS