
The Truth Of Bengal : সৌভিক গোস্বামী, আরামবাগ : হঠাৎ ঝড়ে ছিঁড়ে যাওয়া ইলেকট্রিক তারে শক খেয়ে মৃত্যু এক ব্যাক্তির। আহত আরও এক। ঘটনাটি ঘটেছে আরামবাগের বলরামপুর গ্রামে।
সুত্রের খবর , রবিবার সকালে হঠাৎ শুরু হয় ঝড় বৃষ্টি। প্রবল ঝড়বৃষ্টির জেরে আরামবাগে বলরামপুর গ্রামে রাস্তার ধারে ছিঁড়ে যায় ইলেকট্রিক তার। ওই রাস্তা দিয়েই পারাপার করতে গিয়ে ছিঁড়ে যাওয়া তারে স্পর্শ হয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এক ব্যক্তির। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনন্দ পাড়ুই নামক এক ব্যক্তির। শুধু তাই নয়, এমনকি তাকে বাঁচাতে গিয়ে আরো এক জন আহত হয়।
তার পরেই ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ।