
Truth Of Bengal: ফের একবার মহিষ পাচার রুখল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের মুরালিগঞ্জ পোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি দশ চাকা কন্টেনার আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ।
এই ঘটনায় কন্টেনারে চালককে পুলিশ বৈধ কাগজপত্র দেখাতে বলেন। তবে কন্টেনারে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় কন্টেনার বাজেয়াপ্ত করে। ধৃতের নাম সাদাব (২৩)। সে উত্তর প্রদেশের মুরাদাবাদ এর বাসিন্দা।বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে ৪৩টি মহিষ উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় কন্টেনার চালকের গ্রেফতার করা হয়েছে। উদ্ধার মহিষ খোয়ারে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনা তদন্ত নেমেছে বিধান নগর থানার পুলিশ।