Uncategorizedদেশমসনদের লড়াইরাজনীতি
Trending

রাহুল ও প্রিয়াঙ্কা ‘আমুল বেবি’ ওদের না দেখে কাজিরাঙায় গন্ডার দেখার পরামর্শ হিমন্তের,

Himanta Sharma threatened to Arrest Rahul Gandhi after the polls

The Truth Of Bengal: ‘রাহুল, প্রিয়ঙ্কা আমূল বেবি! ওদের না দেখে কাজিরাঙায় গন্ডার দেখুন’! বললেন হিমন্ত। সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধীকে ‘সাদ্দাম হোসেন’, কর্নাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ‘টিপু সুলতানের বংশধর’ বলেছিলেন হিমন্ত। ভোটের পর রাহুলকে গ্রেফতারেরও হুমকি দিয়েছেন হিমন্ত।

গত সোমবার জোরহাটে দলীয় সাংসদ গৌরব গগৈয়ের হয়ে প্রচার সারেন রাহুল-প্রিয়াঙ্কা। এই বিষয়ে সাংবাদিকরা হিমন্তের প্রতিক্রিয়া জানতে চাইলে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, আমি যতদূর জানি সেখানে ২ থেকে৩ হাজার লোক উপস্থিত ছিল।” এর পরেই হিমন্ত বলেন, “কে রাহুল-প্রিয়াঙ্কাকে দেখতে আসবে! লোকে পরিবর্তে বাঘ এবং গণ্ডার দেখতে কাজিরাঙায় যাবে। যা তাঁদের জন্য সময়ের সঠিক ব্যবহার হবে।” এর পরেই রাহুল ও প্রিয়াঙ্কাকে ‘আমুল বেবি’ ভাইবোন বলে খোঁচা দেন হিমন্ত। বলেন, “ওঁরা শুধুমাত্র আমুলের প্রচারের জন্য উপযুক্ত। ওরা হচ্ছে ‘আমুল বেবি’। ওঁদের দেখার চেয়ে গণ্ডার দেখতে যান, বেশি লাভজনক হবে।’

লোকসভা ভোটের পর্ব শেষ হলেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ বললেও বিরোধীরা যদি তা নিয়ে অভিযোগ তোলেন তবে আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছেন গত সপ্তাহে। অসমের সেই বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ বার রাহুল এবং প্রিয়ঙ্কা গান্ধীকে বললেন ‘আমূল বেবি’

Related Articles