বিশ্বসেরাকে হারালেন আঠারোর প্রজ্ঞানন্দ, আরো একবার চমকে দিলেন রমেশ বাবু
Eighteen-year-old Pragyananda defeated the world's best, Ramesh Babu shocked the Indian chess community once again.

The Truth Of Bengal: ৬৪ খোপের লড়াইয়ে বেশ বড় চমক দিলেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ। ১৮র এই বিস্ময়-কিশোর হারালেন বিশ্বসেরা ডিং লিরেনকে।এই টুর্নামেন্টের তিন রাউন্ডে জয় পায়নি প্রজ্ঞা । তবে এদিন কালো ঘুঁটি নিয়ে চাপে রেখেছিলেন বিশ্বসেরাকে । আর সেখানেই জয় ।
একের পর এক প্রতিযোগিতা আর একের পর এক নজির । ১৮ বছরের বিস্ময় কিশোর প্রজ্ঞানন্দ এবার নেদারল্যান্ডে টাটা স্টিল দাবায় বিশ্বসেরা ডিং লিরিনকে হারিয়ে এগিয়ে গেলেন । মাত্র আঠারো বছর বয়সে প্রজ্ঞা যেভাবে বোর্ডে তাঁর দাপট দেখাচ্ছেন তাতে বিশ্বনাথন আনন্দের পরে ভারত থেকে দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে প্রজ্ঞা উঠে আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে বিশ্বনাথন আনন্দকে টপকে গিয়েছেন প্রজ্ঞানন্দ। ফিডে তার রেটিং পয়েন্ট ২৭৪৮.৩। আর বিশ্বনাথন আনন্দের ফিডে রেটিং পয়েন্ট ২৭৪৮। অর্থাৎ ০.৩ এগিয়ে রয়েছেন প্রজ্ঞা। তিনি এভাবে জিতে বলেছেন প্রথমবার ক্লাসিক্যাল দাবায় বিশ্বচ্যাম্পিয়ন কে হারিয়ে বেশ ভালো লাগছে। তবে তিনি আশা করেননি এত সহজে বিশ্বচ্যাম্পিয়ন কে হারাবেন।
উল্লেখ্য পাঁচ বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেছেন প্রজ্ঞানন্দ। তার বয়স যখন ১৮তে পা রাখছে সেই মুহূর্তে এই দাবারুর মুকুটে একাধিক পালক যুক্ত হয়েছে। যদিও এই কিশোর আনন্দকেই তার আদর্শ মানেন । আর তাকেই এবার ছাপিয়ে গেলেন প্রজ্ঞা। এই টুর্নামেন্টের তিন রাউন্ডে জয় পায়নি প্রজ্ঞা । তবে এদিন কালো ঘুঁটি নিয়ে চাপে রেখেছিলেন বিশ্বসেরাকে । আর সেখানেই জয় । মাত্র ১৮ বছর বয়সে যে কৃতিত্ব অর্জন করেছে তা কুর্নিশ যোগ্য। প্রজ্ঞার জন্য গর্বিত গোটা দেশ।সাম্প্রতিক কালে একের পর এক বড় দাবাড়ুকে হারিয়েছেন ভারতের এই বিস্ময় কিশোর প্রজ্ঞানন্দ। র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা দাবাড়ুদের হারানো এখন তাঁর কাছে অনায়াস ব্যাপার হয়ে গিয়েছে।ভারতের দাবা মহলকে আরো একবার চমকে দিলেন রমেশ বাবু প্রজ্ঞানন্দ।
Free Access