Uncategorized

দেড় বছরের মধ্যে হবে না ভোট, ইউনূস সরকারের বার্তায় শোরগোল

bangladesh interim government says parliamentary election might take one and a half year

Truth Of Bengal: কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন। অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। তারপরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। ছাত্রদের সমর্থনে মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। তবে, এবার জানা যাচ্ছে, আগামী দেড় বছরে জাতীয় সংসদের ভোট হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশে। এমনটা জানিয়েছেন ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।

‘২০২৬-এর মাঝামাঝি জাতীয় সংসদের নির্বাচন হতে পারে’, লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অব লর্ডস’-এ আয়োজিত আলোচনাসভায় এমনটাই বলেছেন সাখাওয়াত।

গত অগাস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার পদে আসীন হয়ে ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্থা করা হবে। এরপর অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ২০২৫ সালে নির্বাচন করা সম্ভব।

আসিফের ব্যাখ্যা ছিল, নির্বাচনের জন্য অনেকগুলি ধাপ রয়েছে। প্রথমত, নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি প্রয়োজন। দরকার ভোটার তালিকা সংশোধন করা। চলতি বছরের গোড়ায় হাসিনা সরকার আয়োজিত নির্বাচনে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ নিয়ে যে অশান্তি হয়েছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ওই মন্তব্যের সমালোচনা করে দ্রুত ভোটের আয়োজনের জন্য পদক্ষেপের দাবি তোলে বিএনপি। তবে এবার সাখাওয়াতের বার্তার পর নির্বাচন ঘিরে ফের ধোঁয়াশা তৈরি হয়েছে।

Related Articles