ভ্রমণ

ধর্মের ঐক্যের মেলবন্ধনের বেলুড়

Belur Math

The Truth of Bengal: বেলুর মঠ, এই নামটি শোনেননি এমন মানুষ হয়তো নেই। এটি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর। এটির প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এই বেলুড় পশ্চিমবঙ্গ, এবং কলকাতার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। এটির স্থাপত্য এমনই যা আপনার নজর কাড়তে বাধ্য। সব থেকে আকর্ষণীয় হলো হিন্দু ইসলামিক বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলা হয়েছে এই মঠটি। এই মন্দিরের ভিতরে রয়েছে বিশাল উপাসনা কক্ষ।

বেদীর উপর উপবিষ্ট রয়েছেন শ্রীরামকৃষ্ণের শ্বেতমর্মর মূর্তি। স্বামী বিবেকানন্দের স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই মন্দিরের নির্মাণকাজ শুরু হয় ১৯৩৬-এ। ১৯৩৮ সালের ১৪ই জানুয়ারিতে উদ্বোধন হয় এই মঠটির। ৪০ একর জমির উপর অবস্থিত এই মঠ। এছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে। হুগলি নদীর তীরে অবস্থিত এই মঠের ধারেই এক দু’তলা বাড়িতে স্বামী বিবেকানন্দ থাকতেন।

এই বাড়িতেই তিনি দেহ রাখেন। বিবেকানন্দর ব্যবহৃত জিনিসপত্র দেখতে বহু মানুষ এই বাড়িটিতে যান। ফলে একে অত্যন্ত যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয়। রামকৃষ্ণের স্মৃতিধন্য এই মন্দিরের শোভা দেখতে দেশবিদেশ থেকে বহু পর্যটক এখানে আসেন। সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা। এখানে যেতে হলে আপনাকে বেলুড়গামী যে কোন ট্রেন ধরলেই হবে।

Free Access

Related Articles