তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে ভিড় বাড়ছে সিমলায়, ঠাণ্ডা ঠাণ্ডা কুলকুল আবহে ছুটছে ট্রয় -ট্রেন!
Shimla in summer

The Truth of Bengal : সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ নামার লক্ষ্ণণ নেই।স্বস্তির শাওনের দেখা নেই।তা পপ্রবাহের আঁচে পুড়তে থাকা দেশের নানা অংশের মানুষ এখন ছুটে যাচ্ছেন সিমলা-কুলুমানালিতে। আঁকাবাঁকা পাহাড়ের পথ দিয়ে ছুটে চলেছে ট্রয় ট্রেন। শুধু দেশের পর্যটকরাই নন,বিদেশী পর্যটকদের গন্তব্য সিমলা।আপেল চাষের স্বর্গভূমি বলে পরিচিত হিমাচলে এখন গাছে গাছে ঝুলছে লাল টুকটুকে আপেল।নৈসর্গিক দৃশ্য দেখার যেমন আগ্রহ দেখা যাচ্ছে পর্যটকদের মধ্যে তেমনই আবার হিমেল বাতাস আর ১৬-১৭ডিগ্রি তাপমাত্রার আবহে বরফের উল্লাস তাঁরা উপভোগ করছেন তাড়িয়ে তাড়িয়ে। কার্যতঃ উইকেন্ডে ভ্রমণবিলাসীদের রেকর্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যাঁরা সিমলায় যাচ্ছেন তাঁরা কেউই ট্রয় ট্রেন চাপার সুযোগ হাতছাড়া করতে নারাজ। আন্তর্জাতিক স্তরে সিমলার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যার জন্য বিদেশী পর্যটকরাও হিমাচলের রাজধানী শহর ঘুরে যাচ্ছেন এই গরমের মরসুমে। যাঁরা পর্যটন ব্যবসায় যুক্ত রয়েছেন,তাঁরা আশা করছেন এবার প্রচুর অর্থলাভ হবে।
কেন এই ভোটের মাঝে বাড়ছে ভিড়?
পর্যটন ব্যবসায়ীরা বলছেন, দুদফায় ভোট মিটে যাওয়ার পরই মানুষ ছুটে যাচ্ছেন সিমলায়। দেশের নানা অংশের মানুষের সিমলা কেন পছন্দের জায়গা ? পর্যবেক্ষকরা বলছেন,১জুন হিমাচল প্রদেশে নির্বাচন রয়েছে।এখনও ঢের দেরি ভোটের।তার আগে প্রকৃতিপ্রেমীরা এই শীতল শৈলশহরে গিয়ে প্রাণ-মন জুড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন। কোভিড কালে সিমলায় পর্যটক আসার চল কমে যায়।যারজন্য গত ২বছর ধরে মার খায় ব্যবসা। কিন্তু উষ্ণায়নের আঁচে পুড়তে থাকা বিশ্বের মানুষ এখন হিমাচলকেই পয়লা তালিকায় রাখছেন।তাই ইউনেস্কোর হেরিটেজ ট্রেন ট্রয় থেকে আধুনিক পরিবহনের সব সুযোগই কাজে লাগাতে চাইছেন ভ্রমণপ্রিয় মানুষ। সেজন্য ইতিমধ্যে অর্থনৈতিক দিক থেকে লাভবান হচ্ছে এই রাজ্যের পর্যটন শিল্প।শুধু পর্যটন থেকে ১১হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানা যাচ্ছে।