ভ্রমণ

শাল সেগুনের বনে ঘেরা অজানা গন্তব্য সাপ নিকলা

Saap Nikla is an unknown destination surrounded by Shal Segun forest

Truth of Bengal: উত্তরবঙ্গে যারা বসবাস করেন তাদের দেখে বড় হিংসে হয় বলুন, মনে হয় নিজেদের একটি বাড়ি থাকলে কি না ভালো হত। উত্তরবঙ্গের কোলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু বনাঞ্চল, তার মধ্যে একটি অজানা বন হল সাপ নিকলা। শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে অজানা পাখির কলতান শুনে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। উত্তরবঙ্গ মানেই যে দিকেই তাকানো যায় কেবল পাহাড়, জঙ্গল, নদী আর চা বাগান। উত্তরবঙ্গে যে কটি বনাঞ্চল রয়েছে তার মধ্যে অন্যতমও বনাঞ্চল হল সাপ নিকলা বন।

উত্তর দিনাজপুরে যেমন রয়েছে কুলিক পাখিরালয়, সেইরকম রয়েছে এই সাপ নিকলা বন। এই বর্ষার মরশুমে পাখি দেখার ইচ্ছে থাকলে পৌঁছে যাওয়ায় যায় এই সাপ নিকলা বনে। চারপাশে শাল গাছের ঘন জঙ্গল। যা দিনের পর দিন এই জঙ্গল রক্ষণাবেক্ষণ করে চলেছে পশ্চিমবঙ্গ বনদফতর। মাঝখানে সরু হয়ে চলে গিয়েছে লাল মাটির রাস্তা আর দুপাশে সারি সারি গাছ দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। আনুমানিক ৫০০ বিঘা আয়তন বিশিষ্ট এই বন নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা।

এই বন যেতে হলে ইসলামপুর শহর থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে শুরু হবে যাত্রা। পথে গ্রাম বাংলার দৃশ্য আপনাকে আকর্ষণ করবে তা বলায় যায়। কিছু দূর এগতেই পথের দুপাশে দেখতে পাওয়া যায় চা পাতার বাগান। পুরো ভেলভেটের ন্যায় বিছানো। দূর থেকে দেখে মনে হবে কোন এক সবুজ ঘাসে ভরা খেলার মাঠ বুঝি রয়েছে সামনে।

এই বন ঠিক কবে গড়ে উঠেছে তা ঠিকভাবে জানা না গেলেও লোকমুখে শোনা যায় এই বনের জন্ম স্বাধীনতার ও আগে থেকে। শাল গাছ ছাড়াও বনের মধ্যে রয়েছে সেগুন গাছও। বনের ভিতরে রয়েছে রং বেরঙের নানা ফুল। এই বনের এক প্রান্তে ১০ বিঘা আয়তনের একটি দীঘিও রয়েছে। এই বনে ভ্রমণ করতে চাইলে উত্তরবঙ্গগামী ট্রেনে করে পৌঁছে যেতে হবে আলুয়াবাড়ি জংশন । সেখান থেকে সাপ নিকলা বনের দূরত্ব ২০ কিলোমিটারের মতো।

Related Articles