
The Truth Of Bengal: শীতের মরশুমে ঘুরতে যেতে চান? কোথায় যাওয়া যায় ঠিক করতে পারছেন না। তাহলে ঘুরে আসুন কোচবিহারের রসিকবিল নিম্ন জলাভুমিতে। এখানে গেলে পরিযায়ী পাখি দেখার পাশাপাশি দেখতে পাবেন নানা ধরনের পশু।
শীতের আমেজে পিঠে পুলি খাওয়ার পাশাপাশি মন চায় পিকনিক করতে। কলকাতায় আলিপুর চিরিয়াখানা তো অনেকেই দেখেছেন। তবে কি দেখেছেন রসিক বিল মিনি জু? না দেখে থাকলে বন্ধু বান্ধব বা পরিবার স্বজন নিয়ে বেড়িয়ে পড়ুন কলকাতার খুব কাছেই কোচবিহারে অবস্থিত এই ছোট্ট চিরিয়াখানা রসিক বিলে। শুধু গিয়ে চিরিয়াখানা পরিদর্শন না, এখানে আপনি পশু পাখি দেখার পাশাপাশি শীতের মরশুমে পিকনিকও সেরে নিতে পারবেন।
প্রায় ৮০০ হেক্টর জমির উপর তৈরি এই নিম্ন জলাভূমি। এখানে গেলে দেখতে পাবেন একটি হ্রদের চারিধারে ঘুরে বেড়াচ্ছে হরেক রকমের পাখি। আবার কিছু কিছু পাখির কলতান শুনে আপনি বড় অবাক হবেন। মিষ্টি মধুর পাখিদের ডাক শুনে আপনার মনে হতে পারে যেন পাখিরা আপনার নাম ধরে ডাকছে।
চারিদিকে রয়েছে গাছের ছায়া। এই ছায়া আবৃত পরিবেশে একাকী সময় কাটাতেও এক অন্যরকমই লাগবে। শীতের সময় এই হ্রদে ধারে আসে প্রচুর পরিযায়ী।
যারা পাখি দেখতে ভালোবাসেন তারা এই হ্রদে নৌকাবিহার করে একের পর এক পাখির ছবি তুলতেও পারবেন। শুধু পাখি নয় রসিকবিলে যে চিড়িয়াখানা রয়েছে সেখানে ময়ূর, হরিণ, ঘড়িয়াল, কচ্ছপ, সাপ প্রভৃতি প্রাণীর দেখা পাবেন। যাবেন কি ভাবে? শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পৌঁছে যান আলিপুরদুয়ার। সেখান থেকে গাড়ি করে পৌঁছে যান রসিকবিলে। রসিকবিলে থাকার জন্য বন উন্নয়ন নিগমের তরফ থেকে কত গুলি বাংলো রয়েছে। এছাড়াও পেয়ে যাবেন বেশ কিছু সংখ্যক কটেজ তাই রাত্রি নিবাসের ক্ষেত্রে কোন অসুবিধা হবেনা আপনাদের।
Free Access