
The Truth of Bengal: বাংলার এমন কোন জায়গা বোধ হয় নেই যেখানে ইশ্বরের অধিষ্ঠান নেই। বাংলা সব সময় সেজে থাকে বিভিন্ন দেব দেবীর সৌন্দর্যে। অনেকেই বিভিন্ন দেবত্ব স্থানে ঘুরতেও পছন্দ করেন। এই ধরনের দেবত্ব স্থানে তো দুই তিন দিনের জন্য ঘুরতে যাওয়ার ব্যবস্থা যায় না। তবে আপনার মন চাইলে কিন্তু আপনি একটা দিনের সময় নিয়ে এমন একটি দেবত্ব স্থানে ঘুরে আসতেই পারেন। এমনই একটি জায়গা হল বর্ধমানের ১০৮ শিব মন্দির। জেলা থেকে, জেলার বাইরে থেকে বহু মানুষ আসেন এই মন্দির দর্শন করতে।
ঐতিহাসিক এই মন্দিরে বহু মানুষ আসেন যারা ১০৮ টি শিবলিঙ্গে জল ধেলে ব্রত পালন করেন। এখানে শিবরাত্রি উপলক্ষ্যে মেলা বসে। তবে জানেন এই মন্দিরটি নামে ১০৮ হলেও এখানে আছে ১০৯ টি শিব মন্দির। ১০৮ মন্দির একসাথে আর একটু দূরে আছে আরেকটি অর্থাৎ ৯ নম্বর মন্দিরটি। ইতিহাস অনুসারে বর্ধমানের নবাবহাটে প্রায় ২০০, ৩০০ বছর আগে প্রছুর অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানি বিষণকুমারী।
জপ মালার সাথে একটি লকেটের মতো করে এই মন্দির নির্মাণ করা হয়। এখানে যে কয়েকটি মন্দির আছে সেই সবকটির গঠন একদম একরকম। ওড়িশার বালেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরের নির্মাণ করা হয়েছে। এক সারিবদ্ধ ভাবে পরপর সাজানো আছে মন্দির। প্রতিটি মন্দিরের একটি করেই দরজা। এছাড়া মন্দিরের ভেতরে রয়েছে কোষ্ঠী পাথরের গৌরি এবং শিবলিঙ্গ। যদি মনে হয় এখানে কিছু সময় কাটাবেন তাহলে ১ টা দিন হাতে সময় নিয়ে বেরিয়ে পরতে পারেন। আশা করি সারাটা দিন খুব একটা মন্দ যাবে না।