ভ্রমণ

নদের নিমাইয়ের খোঁজে নবদ্বীপে

Nabadwip

The Truth of Bengal: দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কাছে ছুটির দিনে ছোট্ট একটা ট্যুরের জন্য অন্যতম জনপ্রিয় একটি জায়গা নবদ্বীপ। একটা সময় এই নবদ্বীপকে অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হত। সাহিত্য ও সংস্কৃতির চর্চার জন্য রীতিমতো পিঠস্থান ছিল এই জায়গাটি। হাজার বছরের পুরনো এই জনপদে ১৪৮৬ সালে দোল পূর্ণিমায় আর্বিভূত হয়েছিলেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্ভুক্ত। ভাগিরথী ও জলঙ্গী নদীর মিলনে একপাশে রয়েছে নবদ্বীপ ও অপরপাশে মায়াপুর। পশ্চিমবাংলার অন্যতম হেরিটেজ শহর নবদ্বীপ।

এই নবদ্বীপ ভ্রমনের অন‍্যতম মূল আকর্ষণ হলো মহাপ্রভু শ্রী মন্দির। সরু রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় মহাপ্রভুর মন্দিরে। ৫৫০ বছরের পুরনো এই মন্দিরে রয়েছে সোনার গৌড়াঙ্গ। মন্দিরের প্রবেশদ্বার পেড়িয়ে সিড়ি দিয়ে উঠে দোতলায় অবস্তিত মূল মন্দিরে প্রবেশ করতে হয়। সোনার গৌড়াঙ্গসহ বেশ কিছু দেব-দেবীর বিগ্ৰহ রয়েছে এই মন্দিরে। মন্দির দর্শনে দর্শনী লাগে। এছাড়াও পূজো দেওয়ার ব‍্যবস্থা রয়েছে এখানে। পুজো দিয়ে একেবারে খাবার পেয়ে যাবেন এখানেই।

কারণ এখানে দর্শনার্থীদের ভোগের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। এছাড়াও এখানে যে কত মন্দির আছে তার কোন নির্দিষ্ট হিসেব আজ পর্যন্ত কেউ করতে পারেনি। চাইলে আপনি হাতে একটা দিন সময় নিয়ে এই মন্দির দর্শনে বেরিয়ে পড়তে। এখানে আসতে হলে আপনাকে প্রথমে কাটোয়া লাইনের যেকোনো লোকাল ট্রেনে চেপে নামতে হবে নবদ্বীপ স্টেশনে। সেখান থেকেই কোন একটি গাড়ি ভাড়া করে আপনারা ঘুরে দেখতে পারবেন নবদ্বীপ।

Related Articles