
The Truth of Bengal: উইকেন্ডে বোরিং লাইফ থেকে মুক্তি পেতে অনেকেই পাহাড়ে ঘুরতে যান। আর যদি স্বল্প খরচে তুষারপাত এবং বরফ দেখতে চান, তাহলে প্রথমেই মাথায় আসে সিকিমের কথা। কিন্তু সিকিমেই যে এক অদ্ভূত জায়গার অস্তিত্ব রয়েছে তা কী আপনি জানেন? আজকে আপনাদের নিয়ে যাব সেই জায়গাটিতেই। জায়গাটির নাম মাংখিম। পূর্ব সিকিমের অন্যতম পর্যটন কেন্দ্র মাংখিম। আরিতারের খুব কাছেই অবস্থিত মাংখিম। কিন্তু এই অফবিটের ঠিকানা সিংহভাগেরই অজানা।
ছবির মতো সুন্দর গ্রাম মাংখিম। এই পাহাড়ি গ্রামের কোলে বসে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। প্রায় ৬,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত মাংখিম, মূলত স্থানীয়দের পিকনিক স্পট। অপরদিকে, এখানে দেখার জন্য আরও বেশ কিছু স্পট রয়েছে যা আপনার নজর কাড়তে বাধ্য। সবুজে ঘেরা পাহাড়ের পাশেই দেখা যায় আরিতারের সরোবর। এছাড়া, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মাংখিমে রয়েছে একটি মনাস্ট্রি। গৌতম বুদ্ধের আর এক নাম অমিতাভ। এই অমিতাভ স্ট্যাচু দেখতে পাবেন মাংখিমে।
গ্রামের পথ ধরে হেঁটেই পৌঁছে যান মনাস্ট্রিতে। কিছুটা সময় কাটান নিরিবিলিতে। তারপর সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে ঘুরে দেখুন মাংখিম ভিউ পয়েন্ট। তবে, প্রশ্ন হল আপনি এখানে যাবেন কী করে ? নিউ জলপাইগুড়ি থেকে ১১৩ কিলোমিটারের পথ মাংখিম। রংলি বাজার হয়ে আপনাকে যেতে হবে মাংখিম। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে প্রাইভেট গাড়িতে মাংখিম যেতে পারেন। এছাড়া রংলি বাজার বা রংপো থেকে মাংখিম যাওয়ার শেয়ার গাড়ি মিলবে। আর রইল খরচের কথা। মাত্র হাজার থেকে দেড় হাজার টাকার বিনিময়ই আপনি রাত কাটাতে পারবেন এখানে। তাহলে আর দেরি কীসের ? চটপট ব্যাগ গুছিয়ে নিন আর ঘুরে আসুন মাংখিম থেকে।