
The Truth of Bengal: প্রকৃতি মানুষেরা অবশ্যই পাখি দেখতে ভালবাসবেন। ধরুন নানা প্রজাতির এক ঝাঁক পাখি আপনাদের সামনে দিয়ে উড়ে গেল। তাহলে কেমন লাগবে! নানা রঙের পাখি দেখার সেরা সময় এই শীতকাল। তাই দেরি না করে রায়গঞ্জের কুলিক নদীর তীরে অবস্থিত কুলিক পাখিরালয় থেকে ঘুরে আসতেই পারেন। এশিয়া মহাদেশের বৃহত্তম পাখিরালয় এটি।
যেখানে গেলে আপনি দেখবেন প্রায় কয়েক হাজার পরিযায়ী পাখি। এই পাখিরালয় ১.৩০ কিমি বর্গকিমি অঞ্চল জুড়ে অবস্থিত। এই পাখিরালয়ের আকৃতি অনেকটা U এর মত। পাশাপাশি বিভিন্ন গাছের সমাহার দেখতে পাবেন এই পাখিরালয়ে। কদম, শিশু, জারুল, শিরীষ, সোনাঝুরি, ইউক্যালিপটাস, আম, জাম, শাল, সেগুন সহ বহু গাছের উপরে দেখতে পাবেন নানা রঙের পরিযায়ী পাখিরা সব বাসা বেঁধেছে। শুনতে পাবেন এই সব পরিযায়ী পাখিদের মধুর কলতান।
শুধু দেশের না , আফ্রিকা, সাইবেরিয়া প্রদেশের বহু পাখির দেখা পাওয়া যায় এই পাখিরালয়ে। এখানে মোট ১৬৮ প্রজাতির পাখি দেখতে পাবেন। পাখির পাশাপাশি কুলিক পাখিরালয়ে দেখা যাবে বিভিন্ন প্রজাতির সাপ, বনবিড়াল, খরগোশ, শেয়াল নানা ধরনের জীব জন্তু। তাই পরিবার এবং বাচ্চাদের নিয়ে এই পাখিরালয় ঘুরে আসতে পারনে। কিভাবে যাবেন ভাবছেন? যেতে গেলে আপনাকে যেতে হবে শিলিগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন কুলিক পাখিরালয়ে।