ভ্রমণ

দক্ষিণের শেষ রাজ্যে প্রাকৃতিক সৌন্দর্য, নদী, সমুদ্র, পাহাড়-জঙ্গলের সমাহার

Kerala National Tourism 

The Truth of Bengal: দক্ষিণের শেষ রাজ্য কেরল। এই রাজ্যের অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের নজর কাড়ে। ভারতের দক্ষিণ-পশ্চিম প্রান্তে মালাবার উপকূল জুড়ে থাকা এই রাজ্যটি ভারতের পর্যটন মানচিত্রে অন্যতম সেরা নাম। কী নেই সেখানে? আরব সাগরের ঢেউ, সবুজ চা-বাগান, কফি ও মশলা বাগান, পর্বত, আয়ুর্বেদিক চিকিৎসা ও স্পা। গোটা কেরল জুড়ে যে মনোমুগ্ধকর জায়গা আছে তা চার পাঁচদিনের ট্যুরে দেখে ওঠা সম্ভব নয়। কেরল যাওয়ার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস। যদিও বর্ষাকালে এই রাজ্যটি সবুজ গালিচা পেতে আপনাকে অভ্যর্থনা জানাতে তৈরি থাকে। সৌন্দর্য ছড়িয়ে থাকা এই রাজ্যে আপনি কথা থেকে যাত্রা শুরু করবেন? উত্তর বেকল থেকে কেরল ভ্রমণ শুরু করা ভাল। প্রায় ৫০০ বছরের পুরোনো এই বেকল দুর্গ কেরল ভ্রমণের মুখ্য আকর্ষণ।

এই কেল্লায় একদিকে সমুদ্রের জল এসে আছড়ে পড়ে।  প্রাচীন এই কেল্লার স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবেই। সাইলেন্ট ভ্যালি। সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা এই উপত্যকা। এই অঞ্চলটি খুব নিরিবিলি বলে নাম হয়েছে সাইলেন্ট ভ্যালি। জায়গাটি পালকাড়ু জেলায় অবস্থিত। আতিরাপাল্লি। মধ্য কেরলের আরও এক সুন্দর জায়গার নাম আতিরাপাল্লি। এই অঞ্চলের চালকুড়ি জলপ্রপাত খুবই জনপ্রিয়। চোখজুড়ানো এই জলপ্রপাত দেখার জন্য বিদেশ থেকেও প্রতিবছর হাজার হাজার পর্যটক আসেন এখানে। চেরাই বিচ। এর্নাকুলামের চেরাই বিচ থেকে সূর্যাস্ত দেখার স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিচ্ছন্ন এই বিশাল বিচ কেরলের বিখ্যাত জায়গাগুলির মধ্যে অন্যতম। তেকড়ি মুন্নার।

ইডুক্বি জেলার আকর্ষণের কেন্দ্রে রয়েছে তেকড়ি মুন্নার অর্থাৎ সেগুন গাছের জঙ্গল। এই জঙ্গলের ঝিলে নৌকাবিহারের সময় বুনো হাতি, বুনো ভেড়া, বাঘ প্রভৃতি বন্যপ্রাণী দেখার সুযোগ পাওয়া যায়। জায়গাটিকে বলা হয় দক্ষিণ ভারতের কাশ্মীর। কোভলম। কেরলের দক্ষিণে তিরুবনন্তপুরমে কোভলম-এর অবস্থান। এখানকার প্রকৃতির শোভা বাড়িয়েছে আরব সাগর। এখানে বসে বিশুদ্ধ হাওয়ায় শরীর ও মন দুই-ই ভাল হয়ে যাবে। সাগর তীরবর্তী হোটেলে থেকেও অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া দক্ষিণের এই রাজ্যে আরও অনেক জায়গা আছে যা আপনার নজর কাড়বে। পাহাড়, জঙ্গল ও সমুদ্রের সমারোহে অনিন্দ্যসুন্দর রাজ্যটি আপনার অভ্যর্থনার জন্য প্রস্তুত সবসময়।

Related Articles