
The Truth of Bengal: বাঙ্গালীর কাছে ভ্রমণ মানেই পাহাড় সমুদ্র আর তীর্থস্থান , অনেক তো হল পাহাড় সমুদ্রে ঘোরা এবার তাহলে যাওয়া যাক জঙ্গল সফরে। শহরের এই ভিড়ে আর এক মুহূর্ত থাকতে দম বন্ধ হয়ে আসে সকলেরই। তাই পরিবার বা বন্ধু বান্ধব মিলে দু একদিন ছুটি কাটিয়ে আসুন বাঁকুড়ার নিরিবিলি জঙ্গল জয়পুরে। বাঁকুড়ার কথা বললেই মাথায় আসে টেরাকোটা মন্দির, শুশুনিয়া পাহাড় আরও কত কি। তবে হয়তো জয়পুরের জঙ্গল আজও অজানা অনেকের কাছে। তাই একদিনের ছুটি পেলেই ঘুরে আসুন জয়পুর জঙ্গল থেকে। দুপাশে সারি ঘন জঙ্গল মাঝ খান দিয়ে চলে গিয়েছে পথ।
চারপাশে তাকালে দেখতে পাবেন শাল, সেগুন, পলাশ, মহুয়া গাছের সারি। মাথা উঁচু করে ঘন জঙ্গলে দাঁড়িয়ে আছে এইসব গাছ। এতটায় গভীর জঙ্গল যে সূর্যের আলো পর্যন্ত পৌঁছোয় না জঙ্গলের নান প্রান্তে। কেবল জঙ্গল না সৌভাগ্য থাকলে দেখতে পাবেন জঙ্গলের মধ্যে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে চিতল হরিণ। এছাড়াও বন্য হাতি, নেকড়ে , শিয়াল প্রভৃতি বন্যপ্রাণীর মাঝে মধ্যে দেখা মেলে এই ঘন জঙ্গলে। ভোর বেলা হলেই শুনতে পাবেন নানান পাখির নানান ডাক। রাত্রে শুনতে পাবেন ঝিঁঝিঁ পোকার শব্দ।
গা ছম ছমে এই নিরিবিলে জঙ্গল এখনও পর্যন্ত যারা দেখেননি তারা অবশ্যই একবার ঘুরে আসুন এই জঙ্গলে। ভাবছেন তো এই রোমাঞ্চকর জঙ্গলের অনুভূতি কিভাবে পাবেন? কলকাতা থেকে জয়পুরের দূরত্ব ২০০ কিমি। ট্রেনে করে আসতে চায়লে আপনাকে আসতে হবে বিষ্ণুপুর স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান এই গা ছম ছমে জঙ্গলে। বিষ্ণুপুরে বেশ কয়েকটি জনপ্রিয় রিসোর্ট ও হোটেল রয়েছে তাই আপনি চাইলে অনায়াসেই রাত কাটাতে পারেন এই জঙ্গলে। দেরি করবেন না সুযোগ হলেই ঘুরে আসুন এবং জঙ্গল সফর উপভোগ করে আসুন জয়পুর ফরেস্ট থেকে।