হোলি খেলার সময় ফোন জলে ভিজলে কী করবেন?
What to do if your phone gets wet while playing Holi

The Truth of Bengal: রঙের উৎসব হোলিতে প্রিয়জনের সঙ্গে রঙিন সব মুহূর্ত ক্যামেরাবন্দি না করলে কী চলে। কিন্তু তা করতে গিয়ে মুহূর্তের অসতর্কতায় অনেক বড়ো বিপদ হতে পারে। রঙ খেলার সময় অসতর্ক হলে আপনার সাধের আইফোন বা স্মার্টফোন জলে ভিজে যেতে পারে। তাতে কিন্তু মুহূর্তের আনন্দ পরিণত হতে পারে বিষাদে। কারণ জলে ভিজলে আপনার স্মার্টফোনের আয়ু কমে যাবে। বেশিদিন চলবে না ফোন।
রঙ খেলতে খেলতে জল ভরতি রঙের পাত্রে সাধের স্মার্টফোন পড়ে গেলে কী করবেন —-
১) জল ভর্তি রঙের পাত্রে স্মার্টফোন যদি হাত ফস্কে পড়ে যায় তা’হলে প্রথমেই তাড়াতাড়ি ফোনটি তুলে মুছে নিন। ফোন ভিজে গেলে প্রথমেই ফোন সুইচ অফ করে দিন।
২) বেশিক্ষণ ফোন জলের মধ্যে পড়ে থাকলে ফোনের আয়ু কমবে। পুরনো ফিচার ফোন হোক কিংবা স্মার্টফোন প্রথমেই ফোনের ব্যাক প্যানেল খুলে ব্যাটারি খুলে রাখুন।
৩) ফোনের ভেতরে জল ঢুকে গেলে ফোন বেশি নাড়াবেন না। বেশি নাড়ালে জল ফোনের ভেতরে ঢুকে যেতে পারে।
৪) জলে ভেজা স্মার্টফোন শুকোতে ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। তাতে জল আরও বেশি করে ফোনের ভেতরে ঢুকে যাবে। এক্সট্রিম গরম হাওয়ায় ফোনের অভ্যন্তরীন যন্ত্র খারাপ হয়ে যেতে পারে।
৫) গোটা দিন সম্ভব হলে ফোন ব্যবহার করবেন না।
৬) প্রাকৃতিক ভাবে ফোন শুকনো করুন। কমপক্ষে ৬ ঘণ্টার জন্য ফোন চাল রাখার পাত্রে রাখুন।
৭) ফোন বন্ধ থাকলে সে সময় চার্জ দেবেন না। ফোনের ভেতরে সিম কার্ড ট্রে থেকে সিম কার্ড বের করে নিন।
৮) ফোন কমপক্ষে ৪৮ ঘণ্টা বন্ধ রাখুন। ফোন চালু করার আগে ভালো করে দেখে নেবেন ফোনের ভেতরে যেন কোনো জল না থাকে।