প্রযুক্তি

সার্চ ইঞ্জিনের পর ওয়েব ব্রাউজার আনছে OpenAI

OpenAI is bringing a web browser after a search engine

Truth Of Bengal: মৌ বসু: এআই টুল চ্যাটজিপিটি (ChatGPT) এনে আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআইয়ের দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে ওপেনএআই (OpenAI)।

চলতি বছর নিজস্ব সার্চ ইঞ্জিন এনেছে ওপেনএআই। এবার ইন-হাউস ব্রাউজার আনতে চলেছে তারা, যা সরাসরি টক্কর দেবে গুগল ক্রোম ব্রাউজারকে।

সূত্রের দাবি, ওপেনএআই ব্রাউজার চ্যাটবটের সঙ্গে যৌথ ভাবে তৈরি করা হচ্ছে। নতুন এআই চালিত ব্রাউজার বানানোর জন্য কন্ডে নাস্ট, রেডফিন, ইভেন্টব্রাইট এবং প্রাইসলাইনের মতো ওয়েবসাইট ও অ্যাপ ডেভেলপারদের সঙ্গে আলোচনা শুরু করেছে ওপেনএআই।

এরমধ্যেই সার্চজিপিটির মাধ্যমে সার্চ ইঞ্জিনের বাজারে প্রবেশ করেছে ওপেনএআই।

Related Articles