প্রযুক্তি

ইনস্টাগ্রাম স্টোরিতে এবার AI জাদু! থার্ড পার্টি অ্যাপ ছাড়াই বদলে ফেলুন ছবির ব্যাকগ্রাউন্ড

এর আগে মেটার ইন্টিগ্রেটেড এআই চ্যাটবটের মধ্যেই এই ধরনের রিস্টাইল সুবিধা পাওয়া যেত।

Truth of Bengal: এতদিন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামের স্টোরিতে ছবি আপলোড করতে গিয়ে অনেক সময়ই মনে হত, ছবিটা একটু এডিট করলে আরও ভালো হত। তখন ছবি এডিট করতে আলাদা ফটো এডিটর অ্যাপে যেতে হত। কিন্তু এখন থেকে ইনস্টাগ্রামের নতুন ‘রিস্টাইল’ ফিচারের মাধ্যমে স্টোরি আপলোডের সময়েই ছবি এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে নতুন এলিমেন্ট যোগ করা, এমনকি বিশেষ ভিজুয়াল এফেক্ট দেওয়ার সুবিধাও মিলবে এই ফিচারে। এই ফিচারটি নতুন নয়। এর আগে মেটার ইন্টিগ্রেটেড এআই চ্যাটবটের মধ্যেই এই ধরনের রিস্টাইল সুবিধা পাওয়া যেত।

এ বার সেই একই প্রযুক্তি সরাসরি ইনস্টাগ্রাম স্টোরি আপলোডের সঙ্গে যোগ করা হয়েছে। ফলে ছবি এডিট করা এবং তা শেয়ার করার পুরো প্রক্রিয়াই আরও দ্রুত ও সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর যাঁরা নিয়মিত কনটেন্ট পোস্ট করেন, তাঁদের জন্য এটি সময় বাঁচানোর বড়ো সুবিধা।

এই রিস্টাইল অপশনটি ব্যবহার করতে হলে ইনস্টা স্ক্রিনের বাঁ দিকে ওপরের ‘+’ চিহ্নে ট্যাপ করে স্টোরি আপলোড করুন। ছবি বেছে নেওয়ার পর স্ক্রিনে যে পেন্ট ব্রাশের মতো আইকনটি দেখা যায়, সেটিই রিস্টাইল বোতাম। সেখানে ট্যাপ করলেই এআই-ভিত্তিক এডিটিং অপশনগুলি সামনে চলে আসবে। ব্যবহারকারী কোনও থার্ড পার্টি অ্যাপ ছাড়াই নিজের পছন্দ অনুযায়ী ছবির লুক বদলাতে পারবেন।