প্রযুক্তি

অচেনা কলারদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচার কীভাবে আড়ালে রাখবেন

How to hide WhatsApp display picture from unknown callers

The Truth of Bengal,Mou Basu: যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি সুরক্ষার বিষয়টিও সমান ভাবে গুরুত্ব দেয় মেটা কর্তৃপক্ষ। তাই নিত্য নতুন আপডেট চালু করা হয়ে থাকে। হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের সুরক্ষার ওপর এখন বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেফটি আপডেটের অঙ্গ হিসাবে এবার অচেনা অজানা কলারদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচার বা প্রোফাইল পিকচার আড়ালে রাখা যাবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে এখন প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়ার সুবিধা ব্লক করা হয়েছে। এখন কেউ প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবেন না। এবার অচেনা অজানা ব্যক্তি বা কলারের হাত থেকে হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচার আড়ালে রাখা যাবে।

কীভাবে হোয়াটসঅ্যাপের ডিসপ্লে পিকচার আড়ালে রাখবেন

স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপ খুলুন। ওপরের ডান দিকে ৩টি ডট এরিয়ায় ক্লিক করুন। সেটিংস মেনুতে যান। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। প্রাইভেসি অপশনে ক্লিক করুন। প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করুন। ৪টি বিকল্প আসবে। এভরিওয়ান, মাই কনট্যাক্টস, মাই কনট্যাক্টস একসেপ্ট ও নোবডি। মাই কনট্যাক্ট অপশন বেছে নিন। আপনার ফোনবুকে ব্যক্তিরাই শুধু আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবেন। অচেনা অজানা কেউ পারবে না।

Related Articles