ফোনের কাজ এবার স্মার্টওয়াচে, অ্যান্ড্রয়েড চালিত রিস্টফোন লঞ্চ করল Fire-Boltt ব্র্যান্ড
Smartwatch

The Truth of Bengal: রাস্তাঘাটে ফোন হাতে নিয়ে চলাফেরা করা খুবই মুশকিলের। ছিনতাইয়ের ভয় যেমন আছে তেমনই ফোন হারানোর আশঙ্কাও থাকে। এই পরিস্থিতিতে যদি হাতের স্মার্টওয়াচেই মেলের ফোনের সুবিধা। তা’হলে কেমন হয়? যাকে বলে একেবারে সোনায় সোহাগা। নতুন মডেলের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টওয়াচ Fire-Boltt Dream ভারতে লঞ্চ করল Fire-Boltt ব্র্যান্ড।দেশীয় সংস্থার তৈরি এই স্মার্টওয়াচটি দেশের প্রথম ‘অ্যান্ড্রয়েড ৪জি রিস্টফোন’। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করবে এবং এতে থাকছে বিল্ট ইন নেটওয়ার্ক কানেক্টিভিটি। তাই বলাই বাহুল্য, স্মার্টফোনের বেশ কিছুটা কাজ এই স্মার্টওয়াচে করা যাবে। আবার একবার চার্জে ৩৬ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ মিলবে।
ভারতীয় বাজারে Fire-Boltt Dream স্মার্টওয়াচের লেদার এবং মেটাল স্ট্র্যাপ অপশনের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৬,২৯৯ এবং ৬,৪৯৯ টাকা। তবে বর্তমানে এটি ৫,৯৯৯ টাকা অফার মূল্যে পাওয়া যাচ্ছে।ই কমার্স সাইট ফ্লিপকার্ট ও সংস্থার নিজস্ব ওয়েবসাইটে আগামী ১০ জানুয়ারি থেকে কিনতে পাওয়া যাচ্ছে। Fire-Boltt Dream স্মার্টওয়াচটি অ্যাপল ওয়াচের মত দেখতে এবং এর ডান পাশে রয়েছে একটি রোটেটিং ক্রাউন ও ফিজিকাল বাটন। এইচডি রেজোল্যুশনের সুবিধা দিতে এতে লাগানো হয়েছে বর্গাকার ২.০২ টু ইঞ্চি ডিসপ্লে।অন্যদিকে, স্মার্টওয়াচটি কোয়াডকোর কোর্টেক্স এ৭ এমপি প্রসেসর দ্বারা চালিত এবং এরসঙ্গে থাকছে ম্যালি টি৮২০ এমপি১ জিপিইউ (Mali T820 MP1 GPU)। শুধু তাই নয়, স্মার্টওয়াচটিতে ২ জিবি র্যাম ও ১৬ জিবি অন বোর্ড স্টোরেজ মিলবে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করবে বলে এতে স্মার্টফোনের মতো গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করা যাবে। এতে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট মিলবে। আবার হেলথ ফিচার হিসেবে স্মার্টওয়াচটিতে রয়েছে হার্ট রেট মনিটর, স্পোর্টস মোড, ওয়ার্কআউট সাপোর্ট । নয়া স্মার্টওয়াচে রয়েছে বিল্ট-ইন ৪জি লাইট ন্যানো সিম কানেক্টিভিটি। আবার স্মার্টওয়াচ থেকে কল করার জন্য এতে বিল্ট-ইন মাইক এবং স্পিকার আছে। স্মার্টওয়াচে ব্লুটুথ, জিপিএস এবং ওয়াইফাই সাপোর্ট থাকছে।একবার চার্জে Fire-Boltt Dream স্মার্টওয়াচের ৮০০ এমএএইচ ব্যাটারি ৩৬ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।