সাইডকিকে তালিবানদের পরাস্ত করে প্যারালিম্পিকে যোগদান প্রথম আফগান যুবতী জাকিয়ার
Zakia is the first young Afghan girl to compete in the Paralympics after defeating the Taliban in her sidekick

Truth of Bengal: সারাজীবন শুধু শারীরিক ও মানসিক প্রতিকূলতার বিরুদ্ধেই লড়াই নয় আর্থসামাজিক টালমাটাল পরিস্থিতির সঙ্গেও লড়াই করতে হয়েছে জাকিয়া খুদাদাদিকে। তিনিই প্রথম আফগান যুবতী যিনি তালিবানের আমলে প্যারালিম্পিকে অংশ নিয়েছেন। ২০২১ সালের টোকিও প্যারালিম্পিকেই ইতিহাস গড়েন জাকিয়া প্যারালিম্পিকে অংশ নিয়ে। এবারের প্যারালিম্পিকে রিফিউজি প্যারালিম্পিক টিমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই আফগান মহিলা তাইকোন্ডো খেলোয়াড়।
নিজেকে আফগান মহিলাদের ‘কণ্ঠস্বর’ বলে দাবি করেন জাকিয়া। ১১ বছর বয়স থেকে খুব গোপনে নিজের শহর হেরাটে জিমের মধ্যে তাইকোন্ডো প্র্যাকটিস করতেন জাকিয়া। তালিবান শাসনে আফগান মহিলাদের জন্য প্রচুর কঠোর নিয়মশৃঙ্খলার বেড়াজাল। নির্দেশ অমান্য করলেই কড়া মধ্যযুগীয় বর্বরোচিত শাস্তি। এমনকি মৃত্যুও। সেখানে জাকিয়ার পরিজনরা উদারমনা হওয়ায় নিজেরাই চেয়েছিলেন জাকিয়া যেন সব শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাথা তুলে দাঁড়ান।
মার্শাল আর্ট তাইকোন্ডোতেই নিজের মুক্তি খুঁজে পান জাকিয়া। ২০১৬ সালে প্রথম বার আন্তর্জাতিক মঞ্চে পদক জেতেন তিনি। তবে ৫ বছরের মধ্যে পরিস্থিতি আমূল বদলে যায়। ২০২১ সালে আফগানিস্তান দখল করে তালিবানরা। টোকিও পয়ারালিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন জাকিয়া। তিনি আটকে পড়েন কাবুলে। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি জানায় আফগান দল টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না।
চাপে পড়ে ভিডিও বার্তায় জাকিয়া আন্তর্জাতিক দুনিয়ার কাছে সাহায্য চান। তাঁর কাতর ডাকে সাড়া দেয় আন্তর্জাতিক দুনিয়া। কাবুল থেকে উদ্ধার করা হয় জাকিয়াকে। নিজের পরিবার পরিজনদের ছেড়ে এসেছেন জাকিয়া। আপাতত প্যারিসেই থাকেন তিনি। তবে আশা রাখেন একদিন নিজের দেশে ফিরবেন ও স্বাধীন ভাবে শান্তিতে বসবাস করবেন। ২০২৩ সালে ইউরোপিয়ান প্যারা চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন জাকিয়া।