খেলা

২১ বছর বয়সের আগেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে চান ইয়ামল

Yamal wants to taste World Cup victory before turning 21

Truth Of Bengal: তাঁর বয়স এখন সবে মাত্র ১৭ বছর। আর এই বয়সেই ফুটবল পায়ে সারা বিশ্বকে মোহিত করে তুলেছেন তিনি। তাঁর নামটা আজ আর বিশ্বের ফুটবলপ্রেমীদের কারও কাছে অজানা নয়। তিনি হলেন স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামল।

এই বয়সেই ফুটবল পায়ে নিজের দেশকে করেছেন ইউরো সেরা। সম্প্রতি জয় করেছেন গোল্ডেন বলের পুরস্কার-ও। এরইমধ্যে নিজের পরবর্তী ইচ্ছার কথা জানিয়েছেন লামিনে ইয়ামল নামের তরুণ এই ফুটবলারটি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামল জানান, বর্তমানে তাঁর ইচ্ছের মধ্যে অন্যতম হল স্পেনের হয়ে বিশ্বকাপ খেতাব জয় করা। আর যা তিনি করতে চান নিজের ২১ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই।

প্রসঙ্গত,  ২০২৬-র বিশ্বকাপ ফুটবল যখন অনুষ্ঠিত হবে, তখন ইয়ামল পা দেবেন ১৯ বছর বয়সে। ফলে তাঁর মূল লক্ষ্যই যে ২০২৬-এর বিশ্বকাপ ফুটবলের আসর তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

এর পাশাপাশি ইয়ামল আরও জানান, ২১ বছর হওয়ার আগেই আমার লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ের পাশাপাশি, বার্সেলোনার হয়ে লা লিগার খেতাব জয় করা। দেখা যাক এখন ইয়ামলের এই ইচ্ছে পূরণ হয় কি না।

Related Articles