
The Truth Of Bengal: ফের ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছেন। বাংলা ক্রিকেটে ফিরতে চলেছেন ঋদ্ধিমান সাহা। দু বছর সময় ধরে ত্রিপুর ায় ক্রিকেট সংস্থার অধীনে তিনি খেলছেন। তবে এবার সিএবির সঙ্গে যাবতীয় মনোমালিন্যের অবসান ঘটিয়ে তিনি ফিরবেন বাংলাতেই ।
এবার তিনি খেলবেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে এমনই সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধিমানের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্নেহাসিশ গঙ্গোপাধ্যায়। বাংলার ক্রিকেটে ঋদ্ধিমান ফিরে আসায় সকলেই বেশ খুশি বলে জানান বাংলা ক্রিকেট সংস্থার সভাপতি। জানা গিয়েছে ইতিমধ্যে ত্রিপুরা ক্রিকেট সংস্থার কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পেয়ে গিয়েছেন ঋদ্ধিমান । ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়ের বাংলার হয়ে খেলতে আর কোনো সমস্যা নেই বলে জানা গেছে।
মনোজ তিওয়ারির অবসরের পর এক বর্ষিয়ান ক্রিকেটারকে দলে পেয়ে বাংলা ক্রিকেট সমৃদ্ধ হবে। তার প্রত্যাবর্তনে জৌলুশ আরও বাড়তে চলেছে বেঙ্গল প্রো টি 20 লিগের । বাংলার খেলোয়াড় বাংলায় না খেলে ভিন রাজ্যে গিয়ে খেলছেন বলে সিএবির মুখ পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বাংলার ছেলে বাংলাতেই খেলুক আর সেই চাওয়াটার ফলে এবার ঋদ্ধির প্রত্যাবর্তন হতে চলেছে।