
The Truth Of Bengal : আইপিএলের আচরণবিধি ভাঙার দায়ে বেঙ্গালুরু তারকা বিরাট কোহলির ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। ম্যাচে বিরাট কে দেখা যায় মাঠের বাইরে বেরিয়ে যেতে গিয়েও চলে যান আম্পায়ারদের কাছে। তাঁদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। মাঠের বাইরে বেরিয়ে যাওয়ার মুহূর্তে নিজের ব্যাটেই তীব্রভাবে আঘাত করেন। বোঝানোর চেষ্টা করেন যে আম্পায়ারদের সিদ্ধান্তে তিনি ঠিক কতটা ক্ষুব্ধ।
প্রসঙ্গত, কেকেআরের বিরুদ্ধে ম্যাচে আরসিবির হয়ে ওপেন করে কোহলি শুরুটা ভালোই করেছিলেন। দুটো ছয়, একটা চারও মারেন। কিন্তু, এই সময় হর্ষিত রানার একটি ফুলটস তাঁর ব্যাটে লেগে উঠে গেলে তা ধরে ফেলেন রানা। কোহলির দাবি ছিল, বলটা তাঁর কোমরের ওপরের ছিল। তাই সেটা নো বল। কারণ, ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ফুলটস বল যদি ব্যাটারের কোমরের ওপরে থাকে। তবে, সেটা নো বল হয়। এরপর আম্পায়াররা থার্ড আম্পায়ারের সাহায্য নেন। থার্ড আম্পায়ার স্পষ্ট দেখিয়ে দেন, রানার বল যখন কোহলি মেরেছেন, তখন তিনি স্ট্রাইকিং জোনের নির্দিষ্ট রেখার বাইরে এগিয়ে এসেছিলেন। তিনি যদি স্ট্রাইকিং জোনে নির্দিষ্ট রেখার মধ্যেই থাকতেন, তবে ওই ফুলটস বল কিছুতেই তাঁর কোমরের ওপরে থাকত না। বরং, তা ব্যাটারের কোমরের নীচেই থাকত। তাই কোহলির আউট।
আম্পায়ারের এই সিদ্ধান্তেই অসন্তোষ প্রকাশ করেন আরসিবি ব্যাটার। আম্পায়ারদের সঙ্গে অভব্য আচরণ করা শুধু নয়, পরবর্তীতেও নানাভাবে নিজের ক্ষোভ উগরে দেন এই কিংবদন্তি ক্রিকেটার। রবিবার যেন কোহলি যাবতীয় সীমা অতিক্রম করে গিয়েছিলেন। তার ফলে, এবার আর তাঁকে রেয়াত করার পথে হাঁটল না ম্যাচ কমিশনার তথা আইপিএল কমিটি।