খেলা

প্যারিসের রাস্তায় উদ্দাম নাচ পদকজয়ী ভারতীয় প্যারা হাই-জাম্পার নিশাদ কুমারের, ভাইরাল ভিডিও

Viral video of medalist Indian para high-jumper Nishad Kumar dancing wildly on the streets of Paris

Truth Of Bengal: চলতি বছরের প্যারিস প্যারালিম্পিক্সে ভারতীয় প্যারা হাই-জাম্পার নিশাদ কুমার রূপোর পদক জিতে মুগ্ধ করেছিল নিজের অনুরাগীদের। ১ সেপ্টেম্বর তিনি যে ২.০৪ মিটার জাম্প করে এই পদক জিতে ছিলেন, এই সিজনের সেরা হাই জাম্প ছিল এটি।

জয়ের পর প্যারিসের রাস্তায় নিশাদের নাচ মুগ্ধ করেছে তার অনুরাগীদের। সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও। ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক্সের পুরুষদের জাম্প T47-এর সেরার পদক জয় করে সুন্দর মুহূর্ত উপভোগ করছেন নিশাদ।