
The Truth of Bengal,Mou Basu: আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। অষ্টম বারের জন্য ‘ব্যালন দ্য অর’ বা সোনার বল পুরস্কার পাওয়ার পর এবার বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের “অ্যাথলেটিক অফ দ্য ইয়ার” খেতাব পাচ্ছেন মেসি। চলতি বছরের জন্য এই সম্মান পাচ্ছেন তিনি। মেসিই হচ্ছেন প্রথম পুরুষ ফুটবলার যিনি টাইম ম্যাগাজিনের বছরের সেরা অ্যাথলেটিক নির্বাচিত হলেন।
বার্সেলোনা আর প্যারিস স্যাঁজাঁর মাঠ কাঁপানোর পর এবার ইন্টার মিয়ামির হয়ে আমেরিকান ফুটবল জগৎ কাঁপাচ্ছেন। এই মরসুমে ইন্টার মিয়ামির হয়ে ১১টি গোল করেছেন মেসি।টাইম ম্যাগাজিনের তরফে মেসিকে সম্মান জানিয়ে লেখা হয়েছে, ‘আর্জেন্টিনার সুপারস্টার মেসির দৌলতে আমেরিকার অ্যাথলেটিক্সের জগতে নাটকীয় মোড় এসেছে।
‘ বাস্কেটবলপ্রিয় আমেরিকানরা আগে ফুটবলের বিষয় নাক সিঁটকতো। তারাও এখন মেসির দৌলতে ফুটবলের দিকে ঝুঁকছে। মার্কিন মুলুকে মিয়ামি লিগ সকারে যোগ দেওয়া তাঁর কাছে চরম উত্তেজক মুহূর্ত বলে মেসি নিজেই বর্ণনা করেছেন।