প্রথম একাদশে কোন কোন পরিবর্তন হতে পারে আজ ? ওপেনিং জুটি কারা ? জানুন সবিস্তারে
There may be some changes in the first eleven today

The Truth of Bengal: আজ থেকে শুরু গৌতম গম্ভীর জামানা । আজ থেকে শুরু ভারত – শ্রীলঙ্কা সিরিজ। সিরিজে টিম ইন্ডিয়ার নতুন নেতা সূর্য কুমার যাদব। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে রোহিত বিরাট জাডেজা অবসর নিয়েছেন। পালা বদলের পর নতুন ভাবে যাত্রা শুরু করছে টিম ইন্ডিয়া ।
আজ ওপেনিং এ গিলের সঙ্গে নামবেন যশস্বী জয়সওয়াল। এ বিষয়ে কোন দ্বিমত নেই কারণ তৃতীয় কোন ওপেনার নেই। উইকেট রক্ষক হিসেবে খেলতে চলেছেন ঋষভ পন্থ । হার্দিক পাঁচ নম্বরে নামতে পারেন ।
এই সফরে অধিনায়ক সূর্যকুমার হলেও সহ-অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। দুর্বল ফিটনেসের কারণে অধিনায়ক হতে পারেননি হার্দিক পান্ডিয়া। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে আজ । দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ 28 জুলাই এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ 29 জুলাই অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে পাল্লেকেলেতে। এর পর কলম্বোতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।
তবে আজ টিম ইন্ডিয়ার দল সাজানো হতে পারে –
শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং বা শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।