ব্রাজিলের কোচ হচ্ছেন দরিভাল, দিনিজের পর অভিজ্ঞ কোচের ওপর ভরসা জাতীয় দলের
The coach of Brazil is Darival, after Diniz, the national team relies on an experienced coach

The Truth Of Bengal: ১৩ মাস ধরে ব্রাজিলের জাতীয় দলের কোচ নিয়ে টালবাহানা চলছে। দীর্ঘ কয়েক মাস ধরে ব্রাজিল অস্থায়ী কোচ নিয়েই চালাচ্ছে। স্থায়ী কোচ আনার জন্য দারিভালের সঙ্গে কথা বলছেন । ফের্নান্দো দিনিজ কে ছাঁটাইএর পর অভিজ্ঞ কোচের ওপর ভরসা রাখতে চাইছে ব্রাজিল জাতীয় দল। ৬১ বছর বয়সী দরিভাল বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচ । সেখান থেকে দায়িত্ব নেবেন জাতীয় দলের ।
নতুন বছরের শুরুতে সুখবর শুনতে আগ্রহী থাকে দর্শকেরা। এক্ষেত্রে তা আর হয়নি। তার মধ্যে অন্যতম ব্রাজিলের কোচ ছাঁটাই। ফের্নান্দো দিনিজ কে ছাঁটাই করা হয়েছে দল থেকে। ব্রাজিলিয়ান ফুটবলে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। দল এখন কোচ শূন্য । এই অবস্থায় নতুন কোচের নাম সামনে এসেছে । দরিভাল জুনিয়র হতে চলেছেন কোচ । প্রায় ১৩ মাস অস্থায়ী কোচ দিয়েই ব্রাজিল জাতীয় ফুটবল দল কাজ চালালে ও এবার স্থায়ী কোচ আনতে চাইছে তারা। সেকারণেই স্থায়ী কোচ আনার জন্য দরিভালকেই জানানো হয়েছে। তিনি রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। সাল পাউলোর সঙ্গে এর আগে যুক্ত ছিলেন দরিভাল । এবার সেখানে ইস্তফা দিয়ে আসবেন জাতীয় দলে । সেখান থেকেই কাজ করবেন। এর আগে কোচ ছিলেন দিনিজ । দিনিজ বেশ ভালোভাবেই দল পরিচালনা করলেও দলের মধ্যে একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছিল যা বেশ কয়েক মাস ধরে চলছিল। আসলে আদালতের নির্দেশ অনুসারে দিনিজকে ছাটাই করা হয়েছে। তবে দলের মধ্যে জল্পনা চলছে দিনিজ থাকলে দল নিজস্ব গতিতে এগিয়ে যেতে পারত।
গতবছরের মাঝামাঝি সময় দলে আনা হয়েছিল তাকে। ম্যাচে দলকে যেভাবে পরিচালনা করেছিলেন তাতে সাফল্য এসেছিল। সবকিছুতে একটা পরিসমাপ্তি থাকে। সেই পরিসমাপ্তি থেকে এবার দিনিজকে সরিয়ে দেওয়া হল । এবার দরিভাল জুনিয়র কেমন কাজ করেন সে দিকেই নজর রাখবে সকলে । ৬১ বছর বয়সী দরিভাল বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে আছেন। এ বছরের 31 ডিসেম্বর পর্যন্ত তার ক্লাবের সঙ্গে চুক্তি থাকলেও, তিনি জাতীয় দলে যোগ দিচ্ছেন।
Free Access