খেলা

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামিম

Tamim returns home from hospital

Truth Of Bengal: গত সোমবার ক্রিকেট মাঠেই হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ তামিম। এরপর সঙ্গে সঙ্গেই তাঁকে গাজীপুরের কেপিজে হাসপাতালে ভরতি করা হয়েছিল। এরপর সেখান থেকে রাজধানী ঢাকার এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় তামিমকে। অবশেষ শুক্রবার দুপুরে হাসপাতাল ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন তামিম।

সংবাদমাধ্যমের কাছে তামিমের বাড়ি ফেরার খবর জানিয়েছেন তাঁর ভাই নাফিস ইকবাল। দাদার বাড়ি ফেরা প্রসঙ্গে তিনি জানান, ‘শুক্রবার দুপুরে দাদা তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে।’ উল্লেখ্য, তামিমকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে বলে আগেই জানিয়েছেন তাঁর কাকা। সেক্ষেত্রে সিঙ্গাপুর কিংবা ব্যাংককই তাঁদের প্রথম পছন্দ। তবে চিকিৎসকরা জানান, ‘পুরো সুস্থ হয়ে তামিনের মাঠে ফিরতে অন্তত মাস তিনেক সময় লাগবে। এখন বাড়িতে তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। এবং বেশকিছু নিয়মও মানতে হবে।

Related Articles