খেলা

টি-২০ বিশ্বকাপের টিজার প্রকাশ আইসিসির, টিজারে রয়েছে একাধিক চমক

T20 World Cup Teaser

The Truth of Bengal: ভারতীয় টিম এখন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে। এর পর রয়েছে আইপিএল । আইপিএলের রেশ কাটতে না কাটতেই বাজবে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা। এরই মধ্যে আইসিসির তরফ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের টিজার প্রকাশ্যে আণা হয়েছে। এর আগে কখনও টি-২০ বিশ্বকাপের আগে এরকম   উদ্যোগ দেখা যায়নি। এবারে একেবারে আলাদা। এই টিজারটাও বেশ চমকপ্রদ ভাবেই  করা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এককথায় যা অনন্য।এই টিজারে জায়গা পেয়েছে বিভিন্ন  দেশের খেলোয়াড়রা। রয়েছে ভারতীয় দলের তারকা হার্দিক পান্ডিয়া , শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা কুইন্টন ডি কক, পাকিস্তানের শাহিন শা আফ্রিদি , কাইরন পোলার্ডের মতো তারকা ক্রিকেটাররা।

এই টিজার দেখার মধ্যদিয়েই আমজনতা অপেক্ষা করছেন রোহিত বিরাটদের সেরাটা দেখার জন্য। যে স্বপ্ন গত ওডিআই বিশ্বকাপে পূরণ হয়নি টিম ইন্ডিয়ার এবার তার পূরণ করবে টিম ইন্ডিয়া এমনটাই আশা আমজনতার ।  চলতি বছরের জুনে হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পয়লা জুন থেকে শুরু হবে ম্যাচ। ফাইনাল হবে ২৯  জুন ।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হতে চলেছে। বিশ্বকাপে ভারত খেলবে –  ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে। যে ম্যাচ হবে নিউইয়র্কে। তারপর হাইভোল্টেজ ম্যাচ। ৯ জুন ভারত বনাম পাকিস্তানের ম্যাচ রয়েছে নিউইয়র্কে। ১২ই জুন ভারত বনাম আমেরিকার ম্যাচ রয়েছে নিউইয়র্কে। ১৫ই জুন ভারত বনাম কানাডার ম্যাচ রয়েছে ফ্লোরিডায় ।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত তারপর থেকে সেই ট্রফি অধরা থেকে গিয়েছে। এবার সেই ট্রফির খড়া কাটাবে ভারত প্রত্যাশা রয়েছে দেশবাসীর । টিজারে হার্দিক শুভমানকে দেখে দেশবাসী অপেক্ষা করছেন টিম ইন্ডিয়ার দাপট দেখার জন্য। টিজার প্রকাশ্যে এনে যে দেশবাসীর উত্তেজনার পারদ কে কয়েকগুন বাড়িয়ে দিয়েছে তা স্পষ্ট।

Related Articles