টি২০ বিশ্বকাপের দল ঘোষণা, নিউজিল্যান্ড-কে নেতৃত্ব দেবেন উইলিয়ামসন
T20 World Cup team announced, Williamson will lead New Zealand

The Truth Of Bengal : আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজ়িল্যান্ড। অধিনায়কত্বর দায়িত্ব দেওয়া হয়েছে কেন উইলিয়ামসনকে। উইলিয়ামসন আইপিএল ২০২৪-এ গুজরাত টাইটান্সের হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন মাত্র দু’টি । উইলিয়ামসন-এর হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এটি উইলিয়ামসনের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ। চতুর্থ বার অধিনায়ক হিসাবে খেলতে দেখা যাবে উইলিয়ামসন’কে।
বিশ্বকাপের ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে তাঁর মধ্যে বর্তমানে চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম হলেন ডেভন কনওয়ে। তিনি এ মরশুমে চোট সমস্যায় খেলতে পারছেন না। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে খবর বিশ্বকাপের আগে সুস্থ হবেন ডেভন কনওয়ে। দুই উইকেটরক্ষক টিম সেইফার্ট ও টম ব্লান্ডেল ১৫ সদস্যের দলে সুযোগ না পাওয়ায়, উইকেটের পিছনে দস্তানা হাতেও দাঁড়াতে দেখা যেতে পারে ডেভন’কে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে দেখা যাবে ফিন অ্যালেন’কে।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিডের মতে, দল তৈরি করা হয়ে পরিস্থিতি উপর নজর রেখে। তিনি, দলের প্রত্যেককে দেশের হয়ে বিশ্বকাপ খেলার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ছেন। তার দল ভাল খেলবে এমন আশা নিয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের সব উইকেটের চরিত্র যে এক নয়, সে কথা মাথায় রেখে দল তৈরি করা হয়েছে।
টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মতন দলের বিরুদ্ধে খেলা পড়ায় স্পিন-এ আরো শক্তিশালী করতে মরিয়া নিউজিল্যান্ড। ইশ সোধি, মিচেল স্যান্টনার’রের মতোন অভিজ্ঞ স্পিনারের পাশাপাশি রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপ্স, মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েলও ভালো স্পিন করতে পারেন। এই ১৫ সদস্যের দলে সাউথি, জিমি নিশাম, ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ পেস বোলার’রা রয়েছেন। একমাত্র রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি এই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছেন।
নিউজিল্যান্ড দল— কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।